![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
প্রতি মুহূর্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কত মানুষ "আত্মহত্যা" করছে তার কি কোন খবর আছে?
কেউ হাতের রগ কেটে!! কেউ ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে!! কেউ ব্রিজ থেকে লাফিয়ে পড়ে!! কেউ চলন্ত গাড়ির নিচে লাফ দিয়ে!! কেউবা পানিতে ঝাপ দিয়ে!!
অথচ এই পৃথিবীতে প্রতিটি মানুষের কাছেই তার সবচেয়ে প্রিয় বস্তুটি হচ্ছে তার "জীবন।" কতটা কষ্ট পেলে? কতটা হতাশাগ্রস্ত হলে? কতটা আশাহত হলে একজন মানুষ আত্মহত্যা করতে পারে কখনও ভেবে দেখেছেন?
তারপরও যদি কারও কাছে মনে হয়, "আত্মহত্যা ছোট্ট একটি সমস্যার চিরস্থায়ী সমাধান?" তাহলে নিচের পরীক্ষাটি করে ফেলুন...
হাত দিয়ে নাক-মুখ শক্ত করে চেপে ধরে ১ থেকে ১০০ পর্যন্ত গুনুন। ১০০ পর্যন্ত গুনা শেষ না হওয়া পর্যন্ত ছাড়বেন না কিন্তু। কি আশ্চর্য? মাত্র ৫০ পর্যন্ত গুনা শেষ হতে না হতেই ছেড়ে দিলেন কেন? বুকের ভেতর একদম ফেটে যাচ্ছিল তাই না?
ঠিক তেমনি প্রতিটা মানুষ আত্মহত্যার সময় প্রাণপণ চেষ্টা করে বাঁচার জন্য। "গলায় ফাঁস দিয়ে যখন লাথি মেরে চেয়ারটা ফেলে দেয়, একটু পরেই হাত-পা ছুড়াছুড়ি করতে থাকে একটুখানি আশ্রয়ের জন্য।"
একটুখানি "কেয়ার" একটুখানি "শেয়ার" পারে একজন হতাশগ্রস্ত মানুষকে আত্মহত্যার পথ থেকে ফেরাতে।
আমরা একটুখানি "কেয়ার" একটুখানি "শেয়ার" কি করতে পারি না?
২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৮
রাজু রহমান বলেছেন: তার তথ্য মনে হয় কারও কাছেই নেই।
অসংখ্য ধন্যবাদ আপনাকে নিলু
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৩
নিলু বলেছেন: কথাটি সত্য , কিন্তু বিশ্বে কতজন দৈনিক আত্তহরতা করে তার তত্ত জানা দরকার , লিখে যান