![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
ছেলেটার/ মেয়েটার রোল কত?
-পঁচিশ
কি পঁচিশ? এই ছেলে/ মেয়ে তোমার বন্ধু? এর থেকে কি শিখবে তুমি?
জানো না "সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ।"
তোমার বন্ধুত্ব করা উচিত ক্লাসের ফার্স্ট বয়ের/ গার্লের সাথে। যার থেকে তুমি সাহায্য নিতে পার, সাজেশান নিতে পার, কিছু শিখতে পার।
একজন বাবা/ মা যদি বলতেন? "তোমাদের ক্লাসের লাস্ট বয়ের/ গার্লের নাম কি জানো? ওর সাথে কখনও বসেছ? পড়ালেখায় সাহায্য করেছ? বন্ধুত্ব করেছ? যেন তোমার কাছ থেকে কিছু শিখতে পারে?
শুধু একজন বাবা/ মা যদি বলতেন?
কেন আমাদেরকে "নেগেটিভ" ভাবে বেড়ে তোলা হয়?
কেন আমাদেরকে "পজিটিভ" কিছু শেখানো হয় না?
কেন?
©somewhere in net ltd.