![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
মাঝেমাঝে ডুব দিতে হয়...ডুব দিতে জানতে হয়...ফিল করানোর জন্য ডুব দিতে হয়...
ফেইসবুকে লগইন করার আগেই তার মেসেজ...মোবাইলটা অন করার আগেই তার কল...কথা বলা শেষ হতে না হতেই আবার টুং করে একটা ম্যাসেজ...
এভাবে না রিলেশনে একটা "একঘেয়েমি" চলে আসে...মাঝেমাঝে একজনের উপস্থিতি আরেক জনের কাছে অসহ্য মনে হয়...কথা কাটাকাটি থেকে শুরু হয় ঝগড়ার...
এই ঝগড়া শুরু হয়ার আগেই !!
ডুব দিতে হয়...ডুব দিতে জানতে হয়...ফিল করানোর জন্য ডুব দিতে হয়...
ফেইসবুকে লগইন না করে...ম্যাসেজের রিপ্লায় না দিয়ে...ফোন বন্ধ রেখে...ডুব দিতে হয় !!
ডুব না দিলে একজনের অনুপস্থিতিতে আরেক জনের বা একজনকে ছাড়া আরেক জনের কি অনুভূতি, কি ব্যথা, কি কষ্ট তা বোঝা যায় না, বোঝানো যায় না...ভালোবাসার গভীরতা বোঝানো যায় না...
এই বোঝানোর জন্যই ডুব দিতে হয়...
ডুব দেয়ার পরের অনুভূতি কখনই বলে বোঝানো, লিখে তুলে ধরা বা ভাষায় প্রকাশ করা যায় না...
"চৈত্র মাসে হঠাৎ বৃষ্টিতে যেমন ফাটা জমির বুকে নতুন করে প্রাণ ফিরে আসে, কিছুদিন কথা না বলার পর যখন হঠাৎ ফোন দিয়ে কথা বলা হয়, ঠিক তেমন ভাঙ্গা বুকে নতুন করে ভালোবাসা ফিরে আসে।
মাঝেমাঝে ডুব দিতে হয়...ডুব দিতে জানতে হয়...ফিল করানোর জন্য ডুব দিতে হয়...
©somewhere in net ltd.