![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
আমি তাকে দিনে দশবার ফোন করি, কিন্তু সে একবারও করে না।
আমি তাকে হাজারটা ম্যাসেজ করলেও সে রিপ্লায় দেয় না।
আমি পাঁচ-ছয় বার দেখা করতে বললেও সে দেখা করতে আসে না।
"রিলেশনশিপে" এমন অভিযোগ সর্বদাই পরিলক্ষিত হয়।
এই অভিযোগের একটাই সমাধান "দায়িত্ববোধ।"
- সে আমাকে দশবার ফোন করেছে, আমার "দায়িত্ব" তাকে অন্তত একবার ফোন করা।
- সে আমাকে হাজারটা ম্যাসেজ করেছে, আমার "দায়িত্ব" তাকে অন্তত একটা ম্যাসেজের রিপ্লায় করা।
- সে আমাকে পাঁচ-ছয় বার দেখা করতে বলেছে, আমার "দায়িত্ব" তার সাথে অন্তত একবার দেখা করা।
"কারও মধ্যে যদি "তাকে অন্তত একবার ফোন করা উচিত" এই "দায়িত্ববোধ" টা চলে আসে, তখনই সেই ভালোবাসা পরিপূর্ণতা লাভ করে।"
২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৪
রাজু রহমান বলেছেন: হ্যাঁ ভাই ঠিক বলেছেন
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৪
সুপ্ত আহমেদ বলেছেন: দ্বায়ীত্ব বোধেরই তো বড় অভাব ভাই !