![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবিতা লিখতে, অবসরে নিজের মনের কথা গুলো ফুটিয়ে তুলি বিভিন্ন ব্লগে বা ফেবুর ওয়ালে। পত্রযোগ https://www.facebook.com/RazuRahmanBD
সারাদিন ব্যস্ত থাকার পর সন্ধ্যায় কিন্তু আমরা ফ্রি থাকি। এই সন্ধ্যার সময়টাকে কি একটু কাজে লাগানো যায় না?
প্রতিদিন সন্ধ্যায় কিছু বন্ধু মিলে হাতে খাতা কলম নিয়ে বেরিয়ে পড়ুন। রিকশাস্ট্যান্ডে গিয়ে রিকশাওয়ালাকে জিগ্যেস করুন "চাচা আপনি কি স্বাক্ষর করতে পারেন? মানে নিজের নাম লিখতে পারেন?" দেখবেন এদের মধ্যে অনেকেই নিজের নাম লিখতে পারে না। টিপসই দিয়েই কাজ চালায়। সেইসব রিকশাওয়ালাকে নিজের নাম লেখা অর্থাৎ স্বাক্ষর করা শেখাতে পারি না।
দেখবেন তারা যখন নিজের নাম লিখতে পারবে তখন এমন স্বস্তির হাসি হাসবে যেটা দেখে আপনার সারাদিনের ক্লান্তি, দুঃখ-কষ্ট সব ভুলে যাবেন।
সেইসাথে আরেকটা অমূল্য জিনিষ পাবেন, যা টাকা দিয়ে কেনা যায় না, তা হল "দোয়া"। সেই মানুষটি আপনাকে মন থেকে দোয়া করবে।
এটা কিন্তু খুব কঠিন কাজ না। আজকেই কিন্তু খাতা কলম হাতে নিয়ে বন্ধুদের সাথে বেরিয়ে পরতে পারি আমরা।
আর বন্ধুরা যদি আপনাকে পাগল বলে উপহাস করে, তাহলে নিজেই বেরিয়ে পড়ুন। রবীন্দ্রনাথের সেই অমর বাণী মনে নেই; "যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চল রে"।
বিন্দুটা আপনি, আমি মিলে আঁকি, দেখবেন বৃত্তটা সবাই মিলে আঁকছে !!
০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৮
রাজু রহমান বলেছেন: ধন্যবাদ ভাই
২| ০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৫:১১
টুইংকল বলেছেন: ভালো উদ্যোগ
০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৫:২৩
রাজু রহমান বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৫:১৬
আজকের বাকের ভাই বলেছেন: শুভ কামনা রইল।
০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৫:২৩
রাজু রহমান বলেছেন: ধন্যবাদ ভাই
৪| ০১ লা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
অবিবাহিত ছেলে বলেছেন: ভালো কথা
০২ রা মার্চ, ২০১৫ রাত ২:৫২
রাজু রহমান বলেছেন: ধন্যবাদ ভাই
৫| ০১ লা মার্চ, ২০১৫ রাত ৮:৪৬
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
সুন্দর ভাবনা/ উদ্যোগ, চালিয়ে যান
ভালোলাগা রইল ভ্রাতা ! +++
০২ রা মার্চ, ২০১৫ রাত ২:৫২
রাজু রহমান বলেছেন: ধন্যবাদ ভাই
৬| ০১ লা মার্চ, ২০১৫ রাত ৯:৫৬
পড়শী বলেছেন: "বিন্দুটা আপনি, আমি মিলে আঁকি, দেখবেন বৃত্তটা সবাই মিলে আঁকছে !!"
এই কথাটি 'আরিফ আর হোসেন' এর লেখায় পড়েছিলাম।
মূল কথাটি কি আপনার?
০২ রা মার্চ, ২০১৫ রাত ২:৫৪
রাজু রহমান বলেছেন: 'না' আরিফ ভাই এর
৭| ০২ রা মার্চ, ২০১৫ রাত ৩:৫০
রাফা বলেছেন: হুম.....শুরু করাটাই মূল কথা।সেটা কিন্তু খুব সহজ কাজ নয়।পাছে লোকে কিছু বলে ভেবে বসে থাকলে কখনই সেই শুরুটা হবেনা।
চলুন শুরুটা করি..........
০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:০৬
রাজু রহমান বলেছেন: ইনশাআল্লাহ্ শুরু করব খুব তাড়াতাড়ি। সাথে থাকুন
https://www.facebook.com/profile.php?id=100004554160600
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৫
সোহেল হোসাইন বলেছেন: বিশন ভালো লাগলো আমিও এমটা করতে চাই ।