![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিশেষ কেউ নই!!!
সব রাজনৈতিক দলের সব যুদ্ধাপরাধীদের ফাসিঁ এবং সব রাজাকারদের কঠোর বিচার।
সব রাজনৈতিক দলের সব যুদ্ধাপরাধীদের ফাসিঁ এবং সব রাজাকারদের কঠোর বিচার।
সব রাজনৈতিক দলের সব যুদ্ধাপরাধীদের ফাসিঁ এবং সব রাজাকারদের কঠোর বিচার।
সব রাজনৈতিক দলের সব যুদ্ধাপরাধীদের ফাসিঁ এবং সব রাজাকারদের কঠোর বিচার।
সব রাজনৈতিক দলের সব যুদ্ধাপরাধীদের ফাসিঁ এবং সব রাজাকারদের কঠোর বিচার।
সব রাজনৈতিক দলের সব যুদ্ধাপরাধীদের ফাসিঁ এবং সব রাজাকারদের কঠোর বিচার।
বাজুক সংগীত মনে প্রাণে=
১.
ভয় কি মরণে (Bhoy ki mawroney) - Mukunda Das
ভয় কি মরণে, রাখিতে সন্তানে
মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে৷
তাথৈ তাথৈ থৈ, দ্রিমি, দ্রিমি দ্রম্ দ্রম্
ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে৷
ভয় কি মরণে, রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে৷
দানব দলনী, হয়ে উন্মাদিনী
আর কি দানব থাকিবে বঙ্গে৷
ভয় কি মরণে, রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে৷
সাজ রে সন্তান, হিন্দু মুসলমান
থাকে থাকিবে প্রাণ, না হয় যাইবে প্রাণ৷
লইয়ে কৃপাণ, হও রে আগুয়ান
নিতে হয় মুকুন্দেরে, নিও রে সঙ্গে৷
ভয় কি মরণে, রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে৷
২.
কারার ওই লৌহকপাট (Karar oi louho kopat - Kazi Nazrul Islam)
কারার ওই লৌহ-কপাট
ভেঙে ফেল্, কর্ রে লোপাট
রক্ত-জমাট শিকল-পূজার পাষাণ-বেদী
ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয়-বিষাণ
ধ্বংস-নিশান উড়ুক প্রাচী’র প্রাচীর ভেদি
গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা
কে দেয় সাজা মুক্ত-স্বাধীন সত্যকে রে
হা হা হা পায় যে হাসি, ভগবান পরবে ফাঁসি
সর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে
ওরে ও পাগলা ভোলা, দেরে দে প্রলয়-দোলা
গারদগুলা জোর্ সে ধরে হ্যাঁচকা টানে
মার হাঁক্ হায়দরী হাঁক্ ,
কাঁধে নে দুন্দুভী ঢাক্, ডাক্ ওরে ডাক্ মৃত্যুকে ডাক জীবন-পানে
৩.
এই শিকল পরা ছল (Ei shikol pora chhawl - Kazi Nazrul Islam)
এই শিকল-পরা ছল মোদের এই শিকল-পরা ছল
এই শিকল পরেই শিকল তোদের করবো রে বিকল
তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়
ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন-ভয়
এই বাঁধন পরেই বাঁধন-ভয়কে করবো মোরা জয়
এই শিকল-বাঁধা পা নয় এ শিকল-ভাঙা কল
৪.
দুর্গম গিরি কান্তার মরু (Durgom giri kantar moru - Kazi Nazrul Islam)
দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার হে
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার
দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত
কে আছ জোয়ান হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যত্
এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার
দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার হে
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার ।
আরেকটি পোস্ট:
গণজাগরণের মঞ্চে কেন ছাত্রলীগ!!!!!!!!!!!!!!!!!!!! কেন কোন রাজনৈতিক দলের ব্যক্তিত্ব?????? এমন তো কথা ছিল না!!!!!!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭
rakibmbstu বলেছেন: ধইন্যা
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২
ইফতেখার ভূইয়া বলেছেন: ঐকমত পোষণ করছি। এই লিখাটাও সময় করে পড়ুন : আন্দোলনের শুরুটা এখান থেকেই হোক ধন্যবাদ।