![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিশেষ কেউ নই!!!
আজি হতে যে শত বর্ষ পূর্বে,
চলিয়া গিয়াছিলাম মোর মডেমের বিনষ্ট হবার পরে
আবার আসিয়াছি ফিরিয়া সামুর এই কোলে,
হাত দুটি তাই কিবোর্ডে এখন নাচেতেছে টাইপের তালে।
জানিনা কোন সুসংবাদ বা দু:সংবাদ বলবেন কিনা একে,
আমার জন্য ইহা সুসংবাদ নতুন মডেল পেয়েছি বলে
প্রায় হাজার খানেক টাকা দিয়া পুরান মডেল রিপ্লেস,
সামুতে তাই লগইন করিয়াছি হওয়ার আগেই হোপলেস।
জাত-পাত, ধর্ম-বর্ণ আর আকার-আকৃতি ভুলে,
সবার মাঝে বিরাজ করিব ধন্যবাদটিই বলে
সামুতে আজ কুপাকুটি বেশি জানার পোস্ট কম,
তবু ফিরে আসি কেননা সামুকে আমি সত্যিই ভালবাসি।
ফিরে আসার গুরুত্ব যদিবা কারও কাছে না থাকে,
তাতে কি? শীঘ্রই বাংলালিংক চালাবো ওরাই গুরুত্ব বুঝে
গ্রামীণ ফোনের কি যেন প্যাকেজ জোর করে বলাবে কথা,
ভুল হোক বা উচ্চারণে রবি বলাবে কথা।
কিভাবে যে এতবড় কবিতা হয়ে গেল আজি লিখা,
যারা পড়িয়াছেন তারা ধন্য পরোপকারী তারা
মোটেও আমি কবি নই তাই,
কবিতা লিখার অপচেষ্টা করলাম মাত্র
মোটেও বিরক্ত হবেননা যেন
জোর করিয়া পড়তে বলছি নাকো।
মাঝে গেল বিদ্যুৎ আজ হয়ে গেল সব গড়বড়,
তাইতো এ কবিতার আষ্ফালন ছাড়তে হলাম বাধ্য
ভাল থাকবেন সবাই সবে অপরকে করবেন গুনগান,
তাতেই থাকবে সুন্দর পরিবেশ এই সামুতে যা তোমার আমার।
©somewhere in net ltd.