| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
rakibmbstu
আমি বিশেষ কেউ নই!!!
দোটানায় পড়ে গেছি ভাই.........সাহায্য চাই
আমি এল আই সি টি তে রেজিস্ট্রেশন করে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভাইবাতে তারা ডেকেছে। এখানে তারা মূল সনদপত্র সহ ভাইবাতে আসতে বলছে........... এবং ৩০০ টাকার স্ট্যাম্প পেপারও নিয়ে আসতে বলছে। (১৯ তারিখ)
সমস্যা হলো সামনে এক ব্যাংকের ভাইবার রেজাল্ট দিবে সেখানে যদি পেয়ে যাই.......তারা যদি ভাইবাতে মূল সনদপত্র সহ ভাইবাতে আসতে বলে আর মূল কাগজ যদি ইতিমধ্যেই FTFL এ জমা রাখা হয় তবে কেমন হবে?
হয়তো FTFL ৩০০ টাকার স্ট্যাম্প পেপার এ কোন এগ্রিমেন্ট এ আসবে এর পর যদি ব্যাংকের পাই তাহলে সেখানেই যেতে চাইবো স্বাভাবিক।
FTFL এ ট্রেনিং এর পর যে জব পাবো তা যদি ভালো সেলারির না হয় আবার যদি ব্যাংকের ভাইবা রেজাল্ট এ জব যদি না পাই.....
আসলে কোনটা করা উচিত বলে মনে করেন?
পুনশ্চ: ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার কোথায় পাওয়া যাবে?
আমি থাকি ঢাকা ক্যান্টনমেন্টের পাশেই মাটিকাটা তে। কোথায় গেলে কাছ হবে?
কষ্ট করে পরার জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.