![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হায়রে নৈতিকতা!!!! -১ পোস্টে আপনাদের এক নবজাতকের করুন মৃত্যুর কথা বলেছিলাম, মনে আছে? তার পরদিন সেই বাচ্চার মাকে দেখতে গিয়ে ঘটলো আরেক বিপত্তি।
আমি আর আম্মু সন্ধ্যার পরে লালন শাহ হাসপাতালে গেলাম। (উল্লেখ্য উনি সেদিনও ওখানে ভর্তি ছিলেন)। আম্মু রোগীর সাথে কথা বলছেন আর আমি বাইরে (অপারেশন থিয়েটারের সামনে) বসে আছি। আমার পাশে আরো কিছু মানুষ বসে আছে যাদের রোগি অপারেশন থিয়েটারে।
কিছুক্ষন পরে একজন আয়া নবজাতক কোলে ওটি থেকে বেড়িয়ে এসে তাদের জানালো
"বাচ্চাকে নিয়ে আপনারা সনো টাওয়ারে যান"
কথা শুনে তো আমার চোখ চরক গাছে ,,,,, কোন রেফার্ড ডকুমেন্ট নাই, কোন প্রেসক্রিপশন নাই, কোন ডাক্তার এসে বলা নাই---শুধু আয়ার পেছনে একজন নার্স দাড়িয়ে আছে, আর তারা এমনভাবে বলছে যেন "সনো টাওয়ার" তাদের ক্লিনিকের ই একটা রুম। এক ভদ্র লোক পিচ্চিকে কোলে নিয়ে দ্রুত বেড়িয়ে গেলেন, পেছনে আরো কয়েকজন---।
২০ মিনিট পরে তারা হন্তদন্ত করে আবার ঢুকলেন, বাচ্চা এখনও কোলেই আছে। এবার ভদ্রলোক চেঁচাতে লাগলেন, তার কথার সারমর্ম অনেকটা এরকম
"সেখানে ডাক্তার পাওয়া যাচ্ছেনা, সেখানের নার্সরা প্রেসক্রিপশন দেখতে চাইলো কিন্তু আপনারা তো প্রেসক্রিপশন দেননি---।
নার্সের উত্তর
"প্রেসক্রিপশন লাগবে না, ঐ ডাক্তাররা দেখেই ট্রিটমেন্ট করবে---"
এতক্ষন বসেই ছিলাম কিন্তু আর চুপ থাকতে পারলাম না। আমি বললাম আপনাদের এখানের সব বাচ্চাকেই যদি সনো টাওয়ারে পাঠাতে হয়, তাহলে আপনারা এখানে কি করছেন?????
সাথে সাথে আয়া ও নার্স আমার সাথে ঝগড়া শুরু করে দিল।
আমি বললাম আপনাদের নামেতো রিপোর্ট করা দরকার। তারা বলে
"যান করেন, কিছুই করতে পারবেন না, কোন ডাক্তারই ক্লিনিকে বসে থাকেনা।
আমার সাথে অনেকেই তাদের বিরুদ্ধে কথা বলছিল কিন্তু অবস্থা খারাপের দিকে দেখে আম্মু এবং আত্নীয়রা আমাকে বাইরে নিয়ে এল।
এখানকার ৮০% বাচ্চাকেই পাঠানো হয় সনোতে----
এরা ডাক্তার না কসাই,,,,,,
পয়সা লোভী রক্ত পিপাসু হায়েনা_____ আ
হায়রে নৈতিকতা!!!! -১
Click This Link
©somewhere in net ltd.