![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা ব্লগ দিবসের শুভেচ্ছা, সবাইকে।
আজ (১৯/১২/২০১৬) সকালের খবরে আমাদের প্রিয় ব্লগ (সামু) নিয়ে প্রধান সংবাদ করার জন্য ধন্যবাদ বিবিসি বাংলাকে।
ঠিক কি কারনে এ প্রিয় দিনটি উদযাপন করতে পারছিনা বা করছিনা সেটা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ' বাকি বিল্লা' ভাইকে ধন্যবাদ।
গোটা বাংলাদেশ সহ সারা বিশ্বকে জানানো হলো আজ বাংলা ব্লগ দিবস নীরবতায় পালন করা হচ্ছে/ হলো!!
১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৬
রাকীব হাসান বলেছেন: নীরবচারী "ব্লগ দিবস" উদযাপনকারী আমারা।
ভীত নই অভিমানিতঃ!
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৪৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: হয়ত পরবর্তী প্রজন্মের হাতে নতুন দিগন্তের সূচনা হবে।
১৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:১৭
রাকীব হাসান বলেছেন: নতুন দিগন্তের সূচনা হয়েই আছে!
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১১
আমিনুর রহমান বলেছেন:
আর আগেও এমন পরিস্থিতি আমরা ব্লগাররা মিলে একবার ব্লগ দিবস পালন করেছিলাম। গতবার অনলাইনে উৎযাপন করা হয়েছে। এবার একদম ফাঁকা। অনেকদিন ব্লগে না থাকার কারণে এখনকার ব্লগারদের সাথে খুব একটা যোগাযোগ নাই, থাকলে হয়ত কিছু ব্লগার মিলে অন্তত আড্ডাটা দিতে পারতাম
৪| ২০ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৮
রাকীব হাসান বলেছেন: আমিনুর রহমান বলেছেন:
আর আগেও এমন পরিস্থিতি আমরা ব্লগাররা মিলে একবার ব্লগ দিবস পালন করেছিলাম। গতবার অনলাইনে উৎযাপন করা হয়েছে। এবার একদম ফাঁকা। অনেকদিন ব্লগে না থাকার কারণে এখনকার ব্লগারদের সাথে খুব একটা যোগাযোগ নাই, থাকলে হয়ত কিছু ব্লগার মিলে অন্তত আড্ডাটা দিতে পারতাম
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:০২
চাঁদগাজী বলেছেন:
আমরা নিজদের ভীতু হিসেবে পরিচয় দিলাম; সরকার এই নতুন জেনারেশনকে আঁধারের মাঝে ধরে রাখতে চেয়েছেন।