![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হাসতে পছন্দ করি হাসাতে পছন্দ করি। খুব সাধারন একজন মানুষ কোন বিশেষত্ব নেই এটাই আমার পরিচয়।
জ্ঞানী হবার জন্য শুধুই শিক্ষা আবশ্যক নয়,
অভিজ্ঞতাও জ্ঞান বাড়াতে সাহায্য করে।
সুন্দরবনের জলদস্যু খোকা বাবু তার সমস্ত অস্ত্র আর সদস্য নিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। ওরা ওই এলাকার মানুষ তাই অভিজ্ঞতা থেকেই বুঝে গেছে, রামপালে কয়লা বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবনই থাকবে না!! তারা দস্যুবৃত্তি করবে কোথায়??
আসলে তাদের দস্যুপনার জন্যেও একটা জায়গা দরকার। তাদের এই পেশার সাথে আসলে জড়িয়ে আছে বন্য প্রানীদের চামড়া, বনের কাঠ চোরাচালানের মতো অকাজ। ইদানিং ওদিকে সরকারে নজরদারী বেশী থাকায় তাদের কাজে সমস্যা দেখা দিয়েছে পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হওয়ায় কিছুটা কোনঠাসা হয়ে পরেছে।
সবমিলিয়ে তাই আগে থেকেই পেশা পরিবর্তন করে ফেলছে। এখন থেকে কৃষিকাজকেই পেশা হিসেবে মেনে নিবে!!
খোকাবাবুদের দেখে শেখা উচিত!!!!
©somewhere in net ltd.