নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিতান্তই শখের বশে দু\'এক চরণ লিখি।লিখাটা আমার নেশা বা পেশাও না।তবে মাঝে মাঝে মনের কোণে প্রস্ফুটিত হওয়া কথাগুলো প্রকাশ করি।এই প্রকাশ ই আমার কবিতা কিংবা গল্প।

হাসান_রাকিব

হাসান রাকিব

হাসান_রাকিব › বিস্তারিত পোস্টঃ

একটু অভিমান

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

১)
বিকেল ৫:১৫ মিনিট, সূর্যের কিরণ অনেকটাই কমে এসেছে।মৃদু হাওয়া বইছে।চারদিকে লোকের আনাগোনা একটু বেড়েছে।শেষ বিকেলে অনেকেই চায় একটু নদীর ধারে বসে দীর্ঘ নিশ্বাস নিতে।একটু স্বস্তির নিশ্বাস।একটু ফ্রেশ অক্সিজেন ভিতরে নিতে।বেলা বসে আছে আর নদীর দিকে তাকিয়ে আছে।মুখে বিরক্তির ছাপ।তন্ময় এখনো আসছে না কেনো? ও তো কখনো দেরী করে না।ঠিক সময়ের দশ মিনিট আগেই চলে আসে।কিন্তু আজকে এতো দেরী কেনো?
ধ্যাৎ!!কন্ঠে বিরক্তির অভিব্যক্তি।
২)
তন্ময়ের হঠাৎ ঘুম ভেঙ্গে গেলো।আধোআধো চোখে মোবাইলটা হাতে নিয়েই দেখলো ৪:৫৩ বাজে।মোবাইলে এলার্ম দিয়েছিলো কিন্তু এলার্মে ঘুম ভাঙ্গেনি।নিজেই নিজের উপর বিরক্ত হয়ে তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে নদীর পাড়ে পার্কের উদ্দেশ্যে ভোঁ দৌড়।বাইরে বের হয়ে রিকশা খুঁজতে খুঁজতে ৫ মিনিট লেগে গেলো।তারপর একটু অবসন্ন মনে রিকশায় চেপে বসলো।
৩)
তন্ময় তার ফোন আনলক করে দেখলো ৮ টি মিসড কল।শান্তির ঘুমের জন্য সাইলেন্ট করে রেখেছিলো। উফফ,আজ জানি কপালে কি আছে! বকাঝকা তো খেতেই হবে।বেলাকে ফোন দিয়ে তন্ময় বললো আর মাত্র ১০ মিনিট লাগবে।একটু এগুতেই মাঝপথে রিকশার চেইন পড়ে গেলো।নিজে নিজেই ভাবছে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়।আরো ২ মিনিট লেট।
নদীর পাড়ে আসতেই তন্ময় ধপ করে লাফ দিয়ে নেমেই বেলার দিকে ছুটে যায়।
যে করেই হোক তার অভিমান তো ভাঙ্গতেই হবে।
৪)
বেলা বিরক্ত হয়েই তন্ময়কে জিজ্ঞাসা করলো এখন কয়টা বাজে??
তন্ময় অপরাধী সুরে বললো ৫:২৩:১৭।
বেলা বললো তুমি ৮ মিনিট ১৭ সেকেন্ড লেট করে এসেছো!!
তোমার শাস্তি তুমি এখন থেকে ৫ মিনিট আমার সাথে কথা বলবা না।
অতঃপর দুজন ৫ মিনিট দুদিকে তাকিয়ে রইলো....
এ সময়টা যেনো কয়েক বছরের সমান!কাটছেই না!!ঘড়ির কাটা যেনো স্থির হয়ে আছে!!মনে হয় যেনো ব্যাটারির শক্তি নিঃশেষ!!একেকটা সেকেন্ড আগানো যেনো দীর্ঘ সময়ের অপেক্ষা!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১:১৫

জিসান অাহমেদ বলেছেন: গল্পের নামকরণ অাট মিনিট সতের সেকেন্ড থাকলে খারাপ হত না।দারুণ লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.