![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি যদি চাও,
হবো আমি মেঘমালা,
বৃষ্টিধারায় ছুঁয়ে দেবো,
তোমার বিন্দুমোচন।
হবো আমি অনিল,
মিশে যাবো তোমার নিঃশ্বাসে,
পৌছে যাবো তোমার মসজিদে।
হবো আমি ঝর্ণাধারা,
ভাসিয়ে নিবো তোমার অচলসম কষ্ট,
ভিজিয়ে দিবো স্বর্গ জলে।
হবো আমি শশী,
দিবো তোমায় মুঠোমুঠো জোছনা,
মিশিয়ে নিবে সারা গায়।
হবো আমি সুখ,
তোমার মেঘ ম্লান ঠোঁটে,
একেঁ দিবো এক ফালি চাঁদ।
২৭ নভেম্বর ২০১৬
২| ২৮ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:১২
ধ্রুবক আলো বলেছেন: ভাল হইছে
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
হাসান_রাকিব বলেছেন: শুভ কামনাই অনুপ্রেরণা । আপনাকে ধন্যবাদ #শাহরিয়ার কবির
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
হাসান_রাকিব বলেছেন: ধন্যবাদ। #ধ্রুবক আলো
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৫২
শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর লিখেছেন।
পড়ে অনেক ভালো লাগলো।
শুভ কামনা রইল।