নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.somewhereinblog.net/blog/kauser_pranjal/category/17287

এগিয়ে যেতে চাই নিজের চেস্টায় এবং যিনি সৃষ্টি করেছেন কারও করুনায় নয়

আথাকরা

আমার জীবন বৈচিত্রময় ! জীবনের প্রতিটা পদে পদে বাধা পেয়েছি কিন্তু এসব বাধা গুলো খুব সফল ভাবেই উত্তিণ্ণ হয়েছি আলহামদুলিল্লাহ ।

আথাকরা › বিস্তারিত পোস্টঃ

বাণিজ্য মেলায় খাবার হোটেলে যেভাবে প্রতারিত হলাম !!

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০০

ভাগিনা -ভাগ্নেকে নিয়ে গেলাম বাণিজ্য মেলায় । হাটতে হাটতে স্টল দেখছি এমন মূহুর্তে ভাগিনা আবদার করল ফুচকা খাবে । ভাগিনার আবদার রাখতে গিয়ে দোকানে প্রবেশ করলাম । দোকানের নাম আনন্দ ফাস্টফুড ।

দোকানে প্রবেশ করে বললাম একটা ফুচকা এবং একটা চটপটি দেন ।আমার ভাগ্নে সপ্তম

শ্রেনীতে পড়লেও বুদ্ধিকরে বলল মামা দামের তালিকা দেখেন আমি তা না করে বসে পড়লাম মনে মনে ভাবলাম দাম আর কতই হবে ! খাওয়া শেষে বললাম বিল কত

দোকনি বিল তৈরী করে দিল -ফুচকা -১২০ টাকা

চটপটি- ১০০ টাকা

পানির বোতল- ৮০ টাকা

সার্ভিস চার্জ - ২০ টাকা

-----------------------

মোট------৩২০ টাকা

বিল দেখে আমি পুরা থ ! ভাই এতটাকা কেন কোন জবাব পেলাম না ! উচ্চবিত্ত

পরিবারের কেউ হলে হয়ত কিছু বলত না কিন্তু মধ্যবিত্ত পরিবারে জন্ম বলে বিল দেখে অবাক হলাম ! অথচ আমার মহল্লার চাচার ফুচকা অনেক মানসন্মত । দাম মাত্র -২০ টাকা ! দশ টাকার পানির বোতল নিল ৮০ টাকা ! পাশে সার্ভিস চার্জ দিতে হল বিশ টাকা !

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

রবিন আলম বলেছেন: এজন্য মেলায় গিয়ে সবচে বেশি দূরে থাকি খাবার স্টলগুলো থেকে

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

আথাকরা বলেছেন: সচেতন থাকা ভাল !

২| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫

কাঙ্গাল রাক্ষুসী বলেছেন: ঢাকা চিড়িয়াখানায় আমিও এরকম এক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম। ৩০ টাকার চটপটি ৮০ নিয়েছিল।

এতে প্রতিবাদ জানাতে গিয়ে জনাগেল ওরা সরকারী দলের লোক, পুলিশ কে বললেও কোন লাভ নাই।

মুখবুজে সহ্য করালাম।

এতে বুঝা গেল যে কয়দিন আছি যেমনে পারি টাকা কামিয়ে যাই, পরে যদি দেশে না থাকতে পারি।

হায়রে বাংলাদেশ, হায়রে বাংলাদশে!!!

৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮

অনিমেষ রহমান বলেছেন: পকেট না কেটে গলা কেটে দেয় খাবারের দোকানীরা।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

মনোপোল বলেছেন: ভাই আমি খেয়েছিলাম হাজির বিরিয়ানি তে !
বদমাশদের কে বিরিয়ানি খেয়ে সালাতের দাম দিলাম ৬০ টাকা
সালাতের মধ্যে ছিল ১ টুকরা লেবু, ২ টুকরা শসা, ১ কাচা মরিচ।
ভাবুন তো সারা জীবন এগুলো কিভবে খেয়েছি, শালাদের কে মারতে ধরেছি, সাথে প্রিয়জন থাকাতে পারি নাই!!!!!!!

৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

টেকনিসিয়ান বলেছেন: বানিজ্য মেলায় কখনও দাম জিজ্ঞেস না করে যেকোন ধরণের খাবার খাই না। শালারা যে এমন তা আমি জানি... আর চটপটি, ফুসকা ভাল করে যে তৈরী করে না তার মশলার বাটি দেখলে বুঝা যায়।


এবার থেকে আমার মত ভিতরে খাবেন ঈগলুর যেকোন আইসক্রিম দাম মাত্র ৫-১০ টাকা বেশী আর বাহিরে গিয়ে মনের মত খাবার খুজে খাবেন, নিজেকে মনে মনে ভাব লইবেন মেলার ভিতর খাচ্ছেন....

৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
এক টুকরা লেবু , ২ টুকরা শসা। ১ কাচা মরিচের দাম ৬০ টাকা --- হাহাহাহহাহাহাহহাহহাহ

লু রে লু =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আমি আর আমার রোম মেট গেছিলাম।
নান্না'র বিরিয়ানির বিরাট স্টল।
এইটা কোন নান্না কে জানে!

দুই প্লেট কাচ্চি বিরিয়ানির বিল দিল ৬৪০ টাকা। যে বিরিয়ানির ৭০% খাওয়া গেলো না।
আধা টা শসা কেটে দিছে, দুই টুকরা লেবু দিয়ে ৭০ টাকা। এইটা নাকি বিবেচনা করছে শালারা, মুল দাম নাকি ১২৫ টাকা।
আর আধা লিটার পেপসি ৭০ টাকা।
৭৮০ টাকা দিয়ে বের হলাম।
মেজাজ ই খারাপ।

বাইরে বোর্ডে যে বিল, তার বাইরে ও তাদের কাছে আলাদা লিস্ট আছে।

৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮

শিক কাবাব বলেছেন: আলহামদুলিল্লাহ এ ধরণের বিপাকে পড়িনি কখনো। তবে ১ বার ইচ্ছা করেই বেশী দামে খেয়েছি। আমি আবার চা খোর। দিনে ৩ কাপ চা আমার জন্য ঔষধের মত। না খেলে অবস্থা খারাপ।

আশে পাশে পাড়া মহল্লায় ১ কাপ কফির দাম মাত্র ১ রিয়াল। দেশে আসতেছি। জেদ্দা এয়ারপোর্টের ভিতর। অনেকক্ষণ বসে থাকাতে ভালো লাগছে না। ভাবলাম ১টা কফি খাই। আমি কি লেখকের মত পাগল ছাগল নাকি। প্রথমেই দাম জিজ্ঞেস। দাম কত? ১০ রিয়াল। ১০ গুন !!! উপায় নাই। ১০ রিয়ালে ১ কাপ কফি নিয়ে খেলাম মনের সুখে। কিন্তু লেখকের মত বেহুশ পাবলিক হলে পাড়ার ভিতরের ১ রিয়াল মনে করে খেয়ে নিতাম। যখন বলতো ওটা ১০ রিয়াল তখনই মাথা ঘুরতো, ব্লগাইতাম। হি হি হি ....।

৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫

wrongbaaz বলেছেন: সব শালা শুয়র, বানিজ্য মেলায় এমন ফুটপাতের দোকান কেমনে চান্স পায়? ঐ গুলান সব দলীয় বিবেচনায় স্টল পায়, ইচ্ছামত ডাকাতি করে, দেখার কেউ নাই। আর এত্ত লো কোয়ালিটির দোকান আছে, সত্যি অবাক হতে হয়।

১০| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯

অজানা এক আমি বলেছেন: বানিজ্য মেলায় স্টল দিয়ে বানিজ্য করছে আর কি!

১১| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

ঘুড্ডির পাইলট বলেছেন: wrongbaaz বলেছেন: সব শালা শুয়র, বানিজ্য মেলায় এমন ফুটপাতের দোকান কেমনে চান্স পায়? ঐ গুলান সব দলীয় বিবেচনায় স্টল পায়, ইচ্ছামত ডাকাতি করে, দেখার কেউ নাই। আর এত্ত লো কোয়ালিটির দোকান আছে, সত্যি অবাক হতে হয়।

একদম ঠিক কইছেন

১২| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০১

১১স্টার বলেছেন: ১১. ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮
ঘুড্ডির পাইলট বলেছেন: wrongbaaz বলেছেন: সব শালা শুয়র, বানিজ্য মেলায় এমন ফুটপাতের দোকান কেমনে চান্স পায়? ঐ গুলান সব দলীয় বিবেচনায় স্টল পায়, ইচ্ছামত ডাকাতি করে, দেখার কেউ নাই। আর এত্ত লো কোয়ালিটির দোকান আছে, সত্যি অবাক হতে হয়।

একদম ঠিক কইছেন



একদম ঠিকই বলেছেন

১৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

ফারুক-১ বলেছেন: vai, taratare bill dea ase porechen valo hoise, noile darea thaker jonno standing charge o dite hoito.

১৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০

সিদ্ধার্থ. বলেছেন: বাংলাদেশে একটা ফুচকার দাম কত ? B:-)
আমাদের এখানে তো টাকায় একটা ,পাঁচ টাকায় ছয় টা ।আর চটপটি পাচ টাকায় পাওয়া যায় ।

১৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৭

টেকনিসিয়ান বলেছেন: লেখক ভাই কি বিল বেশী দিয়ে অসুস্থ হয়ে পড়ল =p~ =p~ =p~

২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

আথাকরা বলেছেন: কেন রে ভাই ! গরীব মানুষ তাই কষ্ট বেশি !

১৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: এই বিষয়টা সবাই জানে, বানিজ্যমেলার শুরু থেকেই এই চলছে।

১৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

দি সুফি বলেছেন: মেলার খাবারের দোকান থেকে ১০০হাত দূরে থাকুন। দ্রুতগামী ট্রাকের চেয়েও ওরা বেশি বিপদজনক। আপনার ভাগ্য ভাল এখনও ডায়রিয়া শুরু হয়নি! #:-S #:-S

১৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

রাতুলবিডি২ বলেছেন: অনিমেষ রহমান বলেছেন: পকেট না কেটে গলা কেটে দেয় খাবারের দোকানীরা।

১৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: রাতুলবিডি২ বলেছেন: অনিমেষ রহমান বলেছেন: পকেট না কেটে গলা কেটে দেয় খাবারের দোকানীরা।

২০| ২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

সাদা মাটা গরীব ছেলে বলেছেন: এইখানে রেগুলার কেউ খাইতে যায়না। ঘুড়তে গেলে বেশী দাম দিয়া দুএকবার খাইলে সমস্যা না। দোকানদাররা এটা জানে তাই এমন দাম হাকায় । আর মূল উদ্দেশ্য হইল নিজদের খাবারের ব্রান্ডিং করা। তবুও অতিরিক্ত /:)

২১| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৬

লুকার বলেছেন:

কয়েকবছর ধরেই আন্তর্জাতিক বাণিজ্য মেলা রাস্তার মাস্তানদের হাতে চলে গেছে। র‌্যাব-পুলিশ ভর্তি, তার মধ্যেই বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মেরে বের করে দিছে!

২২| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮

হেডস্যার বলেছেন:
যত খিদা পাবলিকের বানিজ্য মেলায় গিয়া লাগে....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.