![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার জীবন বৈচিত্রময় ! জীবনের প্রতিটা পদে পদে বাধা পেয়েছি কিন্তু এসব বাধা গুলো খুব সফল ভাবেই উত্তিণ্ণ হয়েছি আলহামদুলিল্লাহ ।
কিছুক্ষন আগে জুমার নামাজ পড়ে বাসায় এসে মোবাইল খুলে দেখি একটা এস.এম.এস এসেছে তাতে লেখা প্রতিদিন ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি জানতে ০০০০০০ এই নম্বরে ডায়াল করুন ।
চার্জ:-১.১৫ টাকা ।
আমার কথা হল প্রতিদিন মোবাইল কোম্পানীগুলো কতইনা অফার সম্পর্কিত এস.এম.এস পাঠায় । এতে তাদের সমস্যা হয়না ।অথচ ইফতার ও সেহরির সময় জানতে তাদের টাকা দিতে হবে !! ভাবতে অবাক লাগে ।। অথচ রমজানে সেহরি ও ইফতারের সময়সূচি তারা বিনামূল্যে এস.এম.এস পাঠালে তাদের আহামরি কোন ক্ষতি হতনা ।তারাতো এদেশের জনগণের টাকায় ব্যাবসা করছে তাহলে এই সুবিধা গুলো বিনামূল্যে দিতে অসুবিধা কোথায় !!
তাই রমজানের সময় অন্তত এইভাবে মুনাফা করার চেষ্টা করবেন না ।
২| ১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০১
কে এম শিহাব উদ্দিন বলেছেন: নীলতিমি বলেছেন: চোরে না শোনে ধর্মের কাহিনী ! / /
৩| ১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২১
একাকী বালক বলেছেন: এই টাইপের ব্যাবসাগুলো কনটেন্ট প্রোভাইডাররা করে (সি.পি)। অপারেটরদের অল্প লাভ। এইগুলাকে অপারেটররা তেমন গুনায়ও ধরে না।
---------
তারাতো এদেশের জনগণের টাকায় ব্যাবসা করছে
>>> ইনভেস্ট করছে মাদার কোম্পানীগুলা। এইদেশের টাকায় সব হইলে ব্যাঙ্ক গুলায় বাটি চালান দিয়াও টাকা পাইতেন না। টেলিটকের ৩জি প্রজেক্ট যেমন --টাকা লোন দিছে চায়না গভ:।
৪| ১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৪
আহলান বলেছেন: সহমত @ একাকী বালক
৫| ১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৯
ঢাকাবাসী বলেছেন: তা্র উপর শুনেছি বিটিআরসিকে ম্যালা টাকা চাঁদা দিতে হয়, ম্যালা মানে শত শত কোটি!
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৩
নীলতিমি বলেছেন: চোরে না শোনে ধর্মের কাহিনী !