নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অচল কথন

কাজী সোহেল রানা

১৯৮৭

কাজী সোহেল রানা › বিস্তারিত পোস্টঃ

জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না- হানিফ

১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৪

গতকাল আওয়ামিলীগের একটি অনুষ্ঠানে মাহাবুবুল আলম হানিফ একথা বলেছেন। তিনি একথা বলে আবারও প্রমাণ করলেন আওয়ামিলীগ শুধরানো জাতি নয়।
একথা বলে হানিফ চোরা যতটা না জিয়াকে অপমান করেছে, তারচেয়ে হাজার গুণ বেশি অপমান করেছে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ কে। আর এজন্য হানিফ চোরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা উচিত। কারণটি আমি ব্যাখ্যা করছি।
প্রথমত মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার ছিলেন। পরবর্তিতে জেড ফোর্সের প্রধান। আর এ দায়িত্ব তদকালীন মুজিব নগর সরকারের অনুমতি সাপেক্ষ জেনারেল আতাউল গণি ওসমানি তাকে দিয়েছিলেন। সুতরাং বেয়াদব হানিফের এ বক্তব্যে মহান মুক্তিযুদ্ধ এবং মুজিব নগর সরকার উভয়কেই অপমান করা হয়েছে।
দ্বিতীয়ত, দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধুর নির্দেশে বীর মুক্তিযোদ্ধাদের বিরত্বের স্বীকৃতি হিসেবে যে পদবি দেওয়া হয় তার একটা পদবী জিয়াউর রহমান ও পেয়েছেন। জিয়া যদি মুক্তিযোদ্ধা না ই হন তাহলে বঙ্গবন্ধু কেন তাকে এ পদবী দিলেন। সুতরাং এ বক্তব্যে বঙ্গবন্ধুকেও অপমান করলো এই বিশ্ব বেহায়া হানিফ।
আর তাই অবশ্যই হানিফের বিচার হওয়া দরকার। এ বিচার আমাদের মহান মুক্তিযুদ্ধের সম্মানার্থেই হওয়া দরকার। তানাহলে ভবিষ্যতে হয়ত অন্যকেও বঙ্গবন্ধুকে নিয়েও এধরনের কথা বলতে সাহস পাবে।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০০

প্রামানিক বলেছেন: মাঝে মাঝে মাথাডা আউলায়া যায়।

১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৯

কাজী সোহেল রানা বলেছেন: হানিফের মাথা জন্ম থেকেই আওলানো। ধন্যবাদ ভাই।

২| ১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৪

শতদ্রু একটি নদী... বলেছেন: কে জানে হয়তো কয়দিন পর বলতেও পারে মুজিব বাঙ্গালী ছিলেন না

১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১০

কাজী সোহেল রানা বলেছেন: এটা বলা সময়ের ব্যাপার মাত্র। ধন্যবাদ আপনাকে।

৩| ১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৬

এরিক ফ্লেমিং বলেছেন: প্রাপ্তি যখন যোগ্যতার তুলনায় বহুগুন বেশি হয়ে যায় তখন তোষামদ হয় একমাত্র অবলম্বন। কিন্তু হায়! তোষামদীতেও তো নুন্যতম যোগ্যতার দরকার . . .

১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২২

কাজী সোহেল রানা বলেছেন: আমরা জানি সে যোগ্যতাও হানিফের নাই। ধন্যবাদ এরিক।

৪| ১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৭

দিশেহারা আমি বলেছেন: এই অযোগ্য, আবাল, বলদগুলি তোষামদীও ঠিক মত করতে পারে না।

১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৩

কাজী সোহেল রানা বলেছেন: ধন্যবাদ।

৫| ১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৩

কাজী সোহেল রানা বলেছেন: হয়ত। ধন্যবাদ ভাই।

৬| ১১ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫৩

আমি মিন্টু বলেছেন: সবগুলো মাথায় গবর ছাড়া আর আছে কি ।
আর এর প্রমান এরা বরাবরই ক্ষমতায় বসার শুরু থেকেই দিয়ে আসছে ।
ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য ।

১১ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০২

কাজী সোহেল রানা বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই।

৭| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৫

হতভাগা রাজু বলেছেন: রাষ্ট্রদ্রোহীতার মামলা করার মতো বুকের পাটা কারো নেই ।সবাই জানে হায়েনাদের থাবা কতটা ভয়ঙ্কর ।

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৩

কাজী সোহেল রানা বলেছেন: কথাটি সত্য। তবে সাহস করে কাওকে এগিয়ে আসতেই হবে। তানাহলে এদের সাহস দিনে দিনে বেড়েই যাবে।

৮| ১২ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: হানিফ একটা টোকাই ।

১২ ই আগস্ট, ২০১৫ রাত ১১:০৬

কাজী সোহেল রানা বলেছেন: যথার্ত বিশেষণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.