নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অচল কথন

কাজী সোহেল রানা

১৯৮৭

কাজী সোহেল রানা › বিস্তারিত পোস্টঃ

জঙ্গি জঙ্গি খেলা.....।

২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৪

এতদিন আওয়ামিলীগের নেতারা দেশে বিদেশে গলা ফাঁটিয়ে নালিশ করে এসেছেন, দেশে জঙ্গিতে ভরে গেছে। স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত একথা বলে এসেছেন এবং বিভিন্ন দেশের সহযোগিতা চেয়ে এসেছেন। আর তথ্যবাবার কথাতো না বললেই নয়। তিনি নতুন নতুন থিওরিতে নতুন নতুন তথ্য প্রদান করে চলছেন। এখন কথা হচ্ছে, আওয়ামিলীগের এই জঙ্গি জঙ্গি খেলাইকি দেশে জঙ্গিবাদের প্রশ্রয় ঘটাচ্ছে, নাকি তারা নিজেদের মাঝেই জঙ্গিদের লালন করছে। কয়েকদিন আগেতো আওয়ামিলীগের এক অঙ্গ সংগঠণ ওলামা লীগের একাংশের নেতারা দাবি করলেন, আনসারুল্লাহ জঙ্গি সংগঠণ ওলামা লীগের একাংশ দ্বারা পরিচালিত।

বাংলাদেশের কয়েকজন ব্লগার হত্যার দায় এই আনসারুল্লাহ জঙ্গি সংগঠণ স্বীকার করেছে। আর এদের সাথে সংশ্লিষ্টতার একটি তথ্য আমরা ক্ষমতাসীনদের কাছ থেকেই পেয়েছি। হোক সেটা মিথ্যা বা অনুমান নির্ভর তথ্য। আমরা সেটাকে যাচাই করেতো দেখতে পারতাম। অথচ প্রশাসন এবং মিডিয়া কেওই এটাকে কোন গুরুত্ব দেয়নি।

এখন নতুন করে শুরু হয়েছে আই এস। একেকটা হামলা হচ্ছে আর সেটার দায় আই এস স্বীকার করছে। অথচ সরকার বলছে এটা আই এস করেনাই। বাংলাদেশে নাকি কোন আই এস নাই। এতদিন জঙ্গি জঙ্গি করে মাতম করেছে, আর যখন জঙ্গিরা শক্তি প্রদর্শণ করছে তখন দেশে জঙ্গি নাই। কোন কিছু ঘটার আগেই বেয়াদব হানিফ আর বটতলার উকিল কামরূল বিবৃতি দিয়ে দিচ্ছে, এটা বিএনপি'র কাজ। এখন আর কোন জঙ্গি খুঁজে পাওয়া যায়না। শুধু বিএনপি-জামাত কেই খুঁজে পাওয়া যায়। একসময় এই প্রতি-হিংসা আর দোষারোপের রাজনীতির সুযোগটাকেই কাজে লাগাবে জঙ্গিরা।

গতকাল হোসেনি দালানে যেটা ঘটল এটা কোন সাধারণ বিষয় নয়। এটা একটি ইতিহাস এবং ঐতিহ্যের বিপর্যয়। বিগত ৪০০ বছরের বিশ্বাসের বিপর্যয়। এটা কোন ভাবেই মেনে নেওয়া যায়না। সরকারের উচিত এটি নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার পায়তারা না করে সঠিক বিচার করা। তানাহলে এক সময় তাদের জঙ্গি জঙ্গি খেলায় আমরা সাধারণ মানুষেরা প্রাণ হারাবো।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৪

মানবী বলেছেন: দেশপ্রেম বর্জিত এই কুলাঙ্গারের পালের দেশের মানুষ আর দেশের ঐতিহ্য ধ্বংসে কিছুই এসে যায়না।
ছলে বলে কৌশলে শুধু ক্ষমতায় টিকে দেশটাকে শুষে খাওয়ার পায়তারা।

আহতের আর্তনাদ আর নিহতের ছিন্নভিন্ন দেহ এদের আত্মাকে স্পর্শ করেনা কারন অনেক আগেই এরা সেই আত্মা বিকিয়ে বসে আছে। কার কাছে এর বিচার আশা করছেন!!!!

পোস্টের জন্য ধন্যবাদ কাজী সোহেল রানা।

২| ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৫৩

কাজী সোহেল রানা বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আপনার মন্তব্যটি আমার অসম্ভব ভালো লেগেছে।

৩| ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নিজেদের কথায় নিজেরাই আটকা পড়েছে।

২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৬

কাজী সোহেল রানা বলেছেন: সঠিক। কিন্তু তাদের জন্যতো আমরা সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছি।

৪| ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওলামা লীগের একাংশের নেতারা দাবি করলেন, আনসারুল্লাহ জঙ্গি সংগঠণ ওলামা লীগের একাংশ দ্বারা পরিচালিত।

জঙ্গি মুফতি হান্নান আওয়ামী নেতার চাচাত ফুপাত ভাই!
জঙ্গি শায়খ আবদুর রহমান- নানকের দুলাভাই!
সকল জঙ্গি আওয়ামী সংশ্লীষ্ট দেখা যাচ্ছে- তাই কি তারা চোররো মার বড় গলরা মতো এই সত্যকে ঢাকতেই জঙ্গিবাদের সাথে বিএনপিকে জড়াতে চাইছে!
নিজেদের লেজ ঢাকতেই চিৎকার আর মিডিয়া স্যাবোটাজ করে নিজেদের আড়াল করতে চাইছে!!!

ধর্মের কল বাতাসে নড়ে... আজ জনগণ জানে আনসারুল্লাহর মতো জঙ্গি দলে মূলত আওয়ামী অঙ্গ সংগঠনের নামের আড়ালেই চলে!!!

এই আত্মঘাত থেকে তারা না বের হলে- স্রেফ ক্ষমতার লোভ ছাড়তে না পারলে- দেশটা আরও ভয়াবহ বিপর্যয়ে পড়ছে বলেই মনে হচ্ছে!

হে আল্লাহ আম জনতার প্রতি করুনা পরবশ হয়ে- তুমি অনির্বাচিত দু:শাসকের হাত থেকে দেশটাকে রক্ষা করো।

২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৮

কাজী সোহেল রানা বলেছেন: ধন্যবাদ আপনার তথ্যবহুল মন্তব্যের জন্য। ধর্মের কল বাতাসে একসময় নড়বেই।

৫| ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: গতকালের ঘটনায় বি এন পি দায়ী বলে অলরেডি মন্তব্য করেছে হানিফ। বি এন পি যেখানে এত চেষ্টা করেও ক্ষমতায় যেতে পারছেনা । নেতা কর্মীরা মাঠে নেই জেলের ভয়ে। আর এই সময় তারা এমন বোকামী করবে এটা ভাবাও বোকামী।

২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৯

কাজী সোহেল রানা বলেছেন: আরে ভাই, বিএনপি'র তো এখন পাদ মারার সাহস ও নাই। আর বোমাতো অনেক দূরের কথা!

৬| ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৪

মামুন্‌ বলেছেন: হ্যা এইবার এদেরকে খেদায়া চোরের সরদারকে আবার ক্ষমতাই নিয়ে আস্তে হবে।

২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫৩

কাজী সোহেল রানা বলেছেন: তাহলেকি আপনি স্বীকার করলেন এরা জঙ্গি!

৭| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৬

আমি আবুলের বাপ বলেছেন: বি এন পি সব করে,আর ওনারা বসে বসে ... ছিড়্বে

২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২০

কাজী সোহেল রানা বলেছেন: হা হা হা...........। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫০

পদ্মা_েমঘনা বলেছেন: @ বিদ্রোহী ভৃগু- "জঙ্গি শায়খ আবদুর রহমান- নানকের দুলাভাই!"- মনে হয় মির্জা আজম হবে ।

২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৬

কাজী সোহেল রানা বলেছেন: হুম। আপনি সঠিক।

৯| ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৪

জেকলেট বলেছেন: সেই রাখাল বালকের মত অবস্থা বাঘ আইলো বাঘ আইলো কিন্তু এখন তো সত্যি সত্যি বাঘ আইছে। কিন্তু এখানে রাখালটা হচ্ছে আওয়ামিলীগ তাই এখন এরা বলতেছে আসলে বাঘ নামের কোনো প্রানী নাই যা আইছে তা অইল শেয়াল কিন্তু এরা বাঘের মত ভয়ানক..

২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৩

কাজী সোহেল রানা বলেছেন: হুম। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৮

হাবিবুর রহমান রিংকু বলেছেন: সবই তথ্য বাবার ইচ্ছা....!

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০২

কাজী সোহেল রানা বলেছেন: হা ভাই। তথ্য বাবাতো আবার গুগলের আগে সার্চ ইন্জিন আবিষ্কার করেছে। তার কাছে নতুন তথ্য কোন ব্যাপার ই না।

১১| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ধন্যবাদ @ পদ্মা_মেঘনা। :)

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৫৯

কাজী সোহেল রানা বলেছেন: ভুল শুধরে দেয়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.