![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আহা হৃদয় আমার পাগলা ঘোড়া লাগাম ধরে ক্যামনে রাখি
কিভাবে পাসপোর্ট করব?
খরচ কেমন পড়বে?
একটু সাহায্য করেন।
বড়ই বিপদে আসি।
২| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৩
scorpio6541 বলেছেন: ঝামেলার কিছু নাই। সবকিছু নিজে করতে চাইলে হয়ত ৫ হাজারের মত লাগতে পারে। দালাল ধরলে কিছু কম্ বেশি হবে। যদি খুব বেশি তাড়া না থাকে আমি বলব সময় লাগলেও নিজে করেন। কি কি লাগবে তা জানার জন্য নিকটস্থ পাসপোর্ট অফিসে জান। অবশ্যই MRP করাবেন। ম্যনুয়াল পাসপোর্ট করাবেন না।
৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৫
জর্জ অল্ড্রিন ঘোষ বলেছেন: যদি ১ মাসের জন্য আবেদন করেন তবে খরচ পড়বে ৩০০০ টাকা। পাসপোর্ট বানাতে হলে প্রথমে আপনাকে আগারগাঁও এর পাসপোর্ট অফিস থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করতে হবে। প্রত্যেক জনের জন্য ২ কপি ফরম পূরণ করতে হবে এবং সেই কপির সাথে ব্যাংকে পাসপোর্ট এর আবেদন ফিস এর রশীদ লিকুইড আঠা দিয়ে ফরমের উপরের বাম কোনে লাগাতে হবে। জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফটোকপি, ভোটার আইডি কার্ডের ফটো কপি, এবং গ্যাস বিল অথবা বিদ্যুৎ বিলের ফটো কপি সাথে জমা দিবেন। ছবি তুলতে হবে, ওরাই তুলে দেবে। ১ মাস অপেক্ষা করবেন। গোয়েন্দা পুলিশ আপনাকে ফোন দিবে, ইনকুয়ারী করবে আপনি সঠিক লোক কিনা। বাসায় এসেও খোঁজ নিতে পারে। তখন তাকে ১০০০ টাকা ঘুষ দিবেন। এর পরে ১ সপ্তাহের মধ্যে পাসপোর্ট এর ডেলিভারী হয়ে যাবে।
৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৩
সিয়ন খান বলেছেন: View this link
আই লিঙ্ক থেকে পাসপোর্ট ফর্ম ডাউনলোড করে পুরন করে ব্যাংক এ ৩০০০ টাকা জমা দিয়ে পাসপোর্ট অফিসে জমা দিয়ে ছবি তুলতে হবে। অথবা অন লাইনে অ্যাপ্লাই করতে পারেন। MRP জন্য অ্যাপ্লাই করবেন। সময় লাগবে ২১ দিন। দালাল দরকার হবে না। অন লাইনে অ্যাপ্লাই করে ফর্ম প্রিন্ট করে জমা দিবেন।
৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৫
টেকনিসিয়ান বলেছেন: বিস্তারিত এই ব্লগে দেওয়া আছে....
Click This Link
৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৬
রানারবাংলা বলেছেন: ধন্যবাদ
আমাবর্ষার চাঁদ, scorpio6541, জর্জ অল্ড্রিন ঘোষ ।
১ মাসের জন্য আবেদন করলে কি ১ মাসের মধ্যে পাব?
জানাবেন প্লীজ।
৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩০
রানারবাংলা বলেছেন: ধন্যবাদ
সিয়ন খান, টেকনিসিয়ান।
সিয়ন খান, আপনার দেয়া লিঙ্কটা ওপেন হয়না।
৮| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪০
গুল্টু বলেছেন: If U'r permanent & present address is situated in Dhaka city then U will get passport in 35 days for regular payment (3000).
৯| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: [link|http://www.somewhereinblog.net/blog/icarusss/29712805|অনলাইনে যেভাবে মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) করবেন- A to Z ! [একটি ঝামেলাবিহীন পাসপোর্টের আত্মকাহিনী বা আমি যেভাবে খুব সহজেই পাসপোর্ট পেলাম ]
এখানে দেখুন। কাজে লাগতে পারে।
১০| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪২
রানারবাংলা বলেছেন: ধন্যবাদ
গুল্টু , বিদ্রোহী ভৃগু
১১| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫১
সিয়ন খান বলেছেন: View this link
১২| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৪
সিয়ন খান বলেছেন: http://www.passport.gov.bd
১৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৫
বিডিট্রন বলেছেন: Click This Link আমি পুরোপুরি ফলো করেছি এবং ভয়াবহ রকমের নিখুত নির্দেশিকা। আপনি নিশ্চিন্তে ফলো করুন।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১
আমাবর্ষার চাঁদ বলেছেন: পাসপোর্ট অফিসে গিয়ে পাসপোর্ট করবেন.......
খরচ ৩৫০০ থেকে ৫০০০ টাকা......
একটু সাহায্য করলাম...........