![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সামু ব্লগে মিতক্ষরা এবং সোনা ব্লগে সাতকরা। এক সময় দেশে থাকতাম, এখন বিদেশ।
নিচের লেখাটি আমি কমেন্ট হিসেবে একটি লেখায় দেই। কিন্তু আলাদা পোস্ট হিসেবে তা রাখতে চাইলাম।
========================================
আশরাফুল সত্যই অনুতপ্ত। তা মানুষের হৃদয় স্পর্শ করেছে। আশরাফুল বাংলাদেশের একটি চিরায়ত ঐতিহ্য ভংগ করেছেন। বাংলাদেশে কেউ কখনও অনুতপ্ত হয়ে ক্ষমা চায় না। রাজাকাররা আজতক তাদের কর্মকান্ডের জন্য জাতির সামনে অনুতপ্ত হয় নি। তিনি ব্যতিক্রম। সাধারন মানুষের কাছে তিনি আগেও যেমন হিরো ছিলেন, এখনও তিনি হিরো থাকবেন।
নানা কারনে তার সর্বনিম্ন শাস্তি হওয়া উচিত। প্রথমত: তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিয়েছেন। তিনি নিজে থেকে না বললে কেউ কিছু জানতেও পারত না। দ্বিতীয়ত: বিপিএল মূলত ঘরোয়া ক্রিকেট। তৃতীয়ত: মালিকপক্ষ বকেয়া পাওনা রেখে তাকে অনেকটা বাধ্য করেছে। চতুর্থত: বাংলাদেশ ক্রিকেটে তার অবদান অনেক বেশী। একটি সময় যখন বাংলাদেশ ক্রিকেট তলানীতে ঠেকেছিল তখন তিনিই ছিলেন একমাত্র ভরসা। ঐ সময়ের একটি জয়, এখনকার দশটির চেয়ে অনেক গুরুত্ববহ।
বিসিবি সব কিছু (এমনকি পাবলিক সেন্টিমেন্ট) বিচার করে শাস্তির মাত্রা ঠিক করবে - এটাই কাম্য। অবশ্যই শাস্তির মাত্রা আন্তর্জাতিক আইসিসির কাছে গ্রহনযোগ্য হতে হবে। বাংলাদেশের ক্রিকেটে কোন প্রকার কালিমা লাগানো বিসিবির ঠিক হবে না। ভবিষ্যতে যাতে কেউ ওপথে পা না বাড়ায় সেটা নিশ্চিত করা বিসিবির দায়িত্ব। তা হতে পারে একমাত্র দোষী ব্যক্তিদের শাস্তি প্রদানের মাধ্যমে। আমরা চাইনা বিসিবির পরিনতি ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মত হয়ে যাক।
০৫ ই জুন, ২০১৩ সকাল ৭:৫৫
মিতক্ষরা বলেছেন: আপনার বহুল পঠিত লেখাটি আমি আগেই পড়েছি। বিসিবি তো অস্বীকার করল ভারত ইস্যু। কিন্তু বুকি এবং গ্ল্যাডিয়েটরের মালিক - দুজনেই ভারতীয়। এতো সত্য।
২| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ৮:১৪
অদ্ভুত স্বপ্ন বলেছেন: আশরাফুলের খেলা অনেক মিস করব। তাঁর ব্যাটিং খুব ভাল লাগত। আর সহজ-সরল স্বভাবের কারণে তাঁকে আরও বেশী ভাল লাগত।
ভাবতেই খারাপ লাগছে যে সে এখন থেকে বাংলাদেশ ক্রিকেটে অতীত।
০৫ ই জুন, ২০১৩ সকাল ৭:৫৩
মিতক্ষরা বলেছেন: আশরাফুলের কান্নাতে সবাই যেমন আবেগ আপ্লুত, তাতে কিছুটা কম শাস্তির বিষয়ে আমি আশাবাদী। বিপিএল ঘরোয়া ম্যাচ বিধায় বিসিবি এ বিষয়ে মোটামুটি স্বাধীন। সুতরাং আশরাফুলকে কিছুদিন পরে আবার খেলার মাঠে দেখা গেলেও যেতে পারে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
টানিম বলেছেন: আমিও লিখছিলাম ।পড়ে আসতে পারেন ।
আশরাফুলের সমস্যা মানসিক (একটু আপডেট আছে)