| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রনজিত দেব রাজ
নিজেকে নিয়ে বিশেষ কিছু বলার নেই আমার। Good for nothing টাইপের একটা ছেলে আমি। Future নষ্ট করার জন্য যা যা করতে হয় তার প্রায় সব-ই আমি করেছি;বাকি গুলো করছি। এখন আমার Aim in life হল একজন ভালো মানুষ হওয়া।কিন্তু সেটাও বোধ হয় হওয়া হবেনা। রাগ,ক্ষোভ,প্রতিশোধ পরায়ণতা খুব বেশি;আর নিজের অভিধানে ক্ষমা নামের শব্দটি না থাকায় ভালো মানুষ-ও হতে পারছিনা।
জীবন মানে হৃদস্পদন
জীবন মানে ভূমিষ্ট শিশুর ক্রন্দন
জীবন মানে বেড়ে ওঠা
জীবন মানে গন্তব্যহীন ভাবে ছুটা
জীবন মানে অবিশ্রাম পরিশ্রম আর ক্লান্তি
জীবনের চাওয়া একটু প্রশান্তি
জীবন মানে ধন-মান-পরিচিতির লোভ
জীবন মানে না-পাওয়ার ক্ষোভ
জীবন মানে জরা-ব্যাধি রোগ-শোক
জীবন মানে সবার-সবকিছুর উপর অভিযোগ
জীবন মানে নারী-পুরুষের আত্মার সম্পর্ক
জীবনে চায় অর্থের সাথে সখ্য
জীবন মানে হিংসা-বিদ্বেষ আর হানাহানি
জীবন মানে তৃষ্ণান্ত মুখে এক ফোঁটা বিশুদ্ধ পানি
জীবন মানে কর্তব্য পালন
জীবন মানে মনের মধ্যে অন্ধবিশ্বাস লালন
জীবন মানে সহ্য করা
জীবন মানে ধৈর্য্য ধরা
জীবন মানে মায়া-মমতা
জীবন মানে মানের-মনের সমতা
জীবন মানে বিশ্বজয়
কখনও বা নিষ্ঠুর পরাজয়
জীবন মানে দায়দায়িত্ব
জীবন চায় নতুনত্ব
জীবন মানে আশা
জীবন মানে আদর-স্নেহ-ভালবাসা
জীবন মানে আকাশ-কুসুম কল্পনা
জীবন মানে কুহুকিনী আশার ছলনা
জীবন মানে দিন-রাত্রি
জীবন মানে সুখ আর দুঃখের মৈত্রী
জীবন মানে শিশু-কিশোর-যৌবন আর বার্ধক্য
জীবনে চায় শান্তি আর মতের ঐক্য
জীবন মানে কয়েকটি ক্ষনের সমাহার
জীবন মানে কারও অঢেল প্রাচুর্য্য কারও আবার অনাহার
জীবন মানে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা
জীবনের সুস্থতার জন্য চায় আদর্শের কাছে দীক্ষা
জীবন মানে ক্রমাগত বেড়ে যাওয়া বয়স
জীবন চালাতে চাই শক্তি-সামর্থ্য আর সাহস
জীবন মানে একটি গোল মানচিত্র
আর তার উপর নানা বর্নের বৈচিত্র্য
জীবন মানে বন্ধন
জীবন হল চিরন্তন
জীবন মানে অফুরন্ত গতি
জীবন মানে মৃত্যুতে যার পরিণতি ........!!
©somewhere in net ltd.