নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্ষুদ্র গ্রহের ক্ষুদ্র এক মানব...কিন্তু বুকে নিয়ে বেঁচে আছি এক বিশাল স্বপ্ন..

রনজিত দেব রাজ

নিজেকে নিয়ে বিশেষ কিছু বলার নেই আমার। Good for nothing টাইপের একটা ছেলে আমি। Future নষ্ট করার জন্য যা যা করতে হয় তার প্রায় সব-ই আমি করেছি;বাকি গুলো করছি। এখন আমার Aim in life হল একজন ভালো মানুষ হওয়া।কিন্তু সেটাও বোধ হয় হওয়া হবেনা। রাগ,ক্ষোভ,প্রতিশোধ পরায়ণতা খুব বেশি;আর নিজের অভিধানে ক্ষমা নামের শব্দটি না থাকায় ভালো মানুষ-ও হতে পারছিনা।

রনজিত দেব রাজ › বিস্তারিত পোস্টঃ

'রাবীন্দ্রিক প্রেম' হচ্ছে আসল প্রেম,...

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:১৯

'রাবীন্দ্রিক প্রেম' হচ্ছে আসল প্রেম,...

আজ কদিন ধরেই মাথায় শুধু ঘুরছে রবীন্দ্রনাথ। যৌবনে আমরা সবাই রবীন্দ্রনাথের প্রসঙ্গ উঠলেই বলবো, " বুড়ো বড়ই রসিক ছিল, পুরো প্রেমকুমার। কাদম্বরী দেবী তো আছেনই, প্রিয়ম্বদা, ইন্দিরা দেবী, আর কত নারীর প্রেমেই তো উনি মজেছিলেন"।

এটি হলো আমাদের তরুণ বয়সের তরুণ ভাবনা।



পরিণত বয়সে মনে হবে

'রাবীন্দ্রিক প্রেম' হচ্ছে আসল প্রেম, এই প্রেমে বয়স কোন ম্যাটার করেনা, পারস্পরিক সম্পর্ক কোন ম্যাটার করেনা, প্রে্মের জন্য সাবজেক্ট কোন ম্যাটার করেনা, বিবাহিত/ অবিবাহিত স্ট্যাটাসও ম্যাটার করেনা।

রাবীন্দ্রিক প্রেম মানে, 'তাহার' জন্য 'বিশুদ্ধ , নির্মল, ভালোবাসা ও মমতাময়' অনুভূতি! এই অনুভূতিতে থাকে পাগলা এক টান! যে অনুভূতিতে কোন স্বার্থ চিন্তা থাকেনা, কোন দাবী থাকেনা, অন্যায় ভাবনা থাকেনা, তাই অপরাধবোধও থাকেনা। যে কোন বয়সে, যে কারো জন্য হৃদয়ের গভীরে এই অনুভূতি জাগতেই পারে। মানুষের হৃদয় তো আর ছোট্ট ধূলিকণা নয় যে এক হৃদয়ে একজনের বেশী আর কারো স্থান সংকুলান হবেনা। এত বড় একটি হৃদয়ে কতজনের জন্যই ভালোবাসা সঞ্চিত থাকতে পারে, তারা হতে পারে পিতা-মাতা, হতে পারে স্বামী/স্ত্রী, হতে পারে সন্তান, হতে পারে 'আর কেউ'! এমনকি কারো কারো জীবনে 'ঈশ্বরও' হতে পারেন সেই 'আর কেউ'!



প্রেমে সফলতা বলে কি কোন ব্যাপার আদৌ আছে? পাওয়ার আরেক নামই তো সাফল্য! কোন কিছু পাওয়া হয়ে গেলে কি তার জন্য সত্যিকারের কোন টান থাকে? আসলে সত্যিকারের প্রেমের সার্থকতা নিহিত থাকে না-পাওয়ার মাঝে। কারণ, যা কিছু হাতের নাগালে চলে আসে, তা আর মহার্ঘ্য থাকেনা, সহজলভ্য হয়ে যায়। সম্পর্কের মাঝে স্বার্থচিন্তা ঢুকে পড়ে। তা তখন আর প্রেম থাকেনা।

এইজন্যই রবি এবং নতুন বৌঠানের সম্পর্ক পৃথিবীর আর কোন সম্পর্কের সাথে তুলনীয় নয়। তাদের সম্পর্ক ছিল একেবারে অন্যরকম, সে সম্পর্কে কোন মলিনতা ছিলনা, কোন কাঙালীপনা ছিলনা, কোন হিংসা-দ্বেষ, জিঘাংসা জাতীয় কোন ব্যাপারও ছিলনা। তাই একজন 'নতুন বৌঠানের' অপমৃত্যুতে একজন 'প্রেমিক কবি'র হৃদয় ভেঙ্গে চৌচির হতে পারে, একজন কবি নতুন সৃষ্টির নেশায় উজ্জিবীত হতে পারে! রবীন্দ্রনাথের যা কিছু অমর সৃষ্টি, তার শুরুই হয়েছে 'নতুন বৌঠানের' বিয়োগান্তক বিদায়ের পর থেকে।



নতুন বৌঠানকে রবি কি যে ভালোটাই না বাসতেন, সেখানে শুধুই নিষ্কলুষ ভালোবাসা ছিল, কাব্যচর্চা ছিল, নতুন নতুন কবিতার ফুলঝুরি ছিল, স্বার্থহীন ভালোবাসা ছিল। এইজন্যই এতবড় মর্মান্তিক বিচ্ছেদের পরেও জীবনের শেষ দিন পর্যন্ত কবির হৃদয়ের একটি কোনে 'নতুন বৌঠান' ঘুমিয়ে ছিলেন।



বিবাহিত স্বামী-স্ত্রীর সম্পর্কে স্বার্থচিন্তা থাকে, কর্তব্যবোধের ব্যাপার থাকে, ভালোবাসা থাকে, স্নেহ-মমতাও থাকে, কিন্তু প্রেমটুকুই শুধু থাকেনা। যেমন ছিলনা রবীন্দ্রনাথ ও মৃনালিনী দেবীর মধ্যে। মৃনালিনী দেবীর প্রতি রবীন্দ্রনাথ দারুণ দায়িত্বশীল ছিলেন, পরম মমতাশীল ছিলেন, মৃনালিনী দেবীও তাঁর স্বামীর প্রতি কর্তব্যপরায়ণ ছিলেন, মমতাময়ী ছিলেন, কিন্তু দু'জনের সম্পর্ক 'প্রেমময়' ছিলনা। অথচ রবীন্দ্রনাথ ছিলেন ভীষণ প্রেমময় পুরুষ, কি রূপে, কি মেধায়, কি বিনয়ে, কি ভালোবাসায়!!



রবীন্দ্র থেকে এবার আসি আমাদের কথায়, অনেক স্বামী/ স্ত্রীকে আফসোস করে বলতে শোনা যায়,

" ও বিয়ের আগে একেবারেই অন্যরকম ছিল, কি রোমান্টিক ছিল, আর বিয়ে হতে না হতেই আসল রূপ বেরিয়ে এসেছে। প্রেম করার সময় কেমন ভেজা বেড়াল হয়ে থাকতো, যেন আমাকে ছাড়া সে আর কিছুই বুঝেনা, এখন সে সবই বুঝে, শুধু আমাকে বুঝেনা"।



আসলে বিয়ের পর, স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে যায়, 'পরম নির্ভরতা, পরম আশ্বাস, পরম বিশ্বাস, পরম ভরসার। এখানে ভালোবাসা থাকে পূর্ণ মাত্রায়, কিন্তু 'রাবিন্দ্রিক প্রেম' থাকেনা।

এইজন্যই একজন স্বামী বা একজন স্ত্রী, সহধর্মী/সহধর্মীণির চোখের ভাষা পড়তে ব্যর্থ হয়।

আর প্রেমে ব্যর্থ প্রেমিক-প্রেমিকাদের প্রায় সকলেই প্রেমে ব্যর্থ হয়ে ভাবে, জীবনটাই মূল্যহীন হয়ে গেল! আসলে তারা জানেইনা, প্রেমে ব্যর্থ হয়েছে বলেই কি অমূল্য সম্পদ, সারা জীবনের জন্য হৃদয়ে ধারণ করে রাখলো। এই অমূল্য সম্পদ শুধু তারই হয়ে থাকলো, কেউ ভাগ বসাতে আসবেনা। মাঝে মাঝেই 'তাহার' কথা মনে পড়বে, রাবীন্দ্রিক ভালোবাসায় বুকের গভীরে সূক্ষ্ম ব্যথা অনুভূত হবে, দুই চোখে জলের ধারা নামবে, মনে পড়ে যাবে, আমারও 'সে' ছিল, 'সে' এখনও শুধু আমারই আছে। হৃদয়ের এক কোনে, একজনের জন্য, অথবা আরও বেশী কারো জন্য একটু 'আলাদা' স্থান রেখে দেয়া, মাঝে মাঝে হৃদয়ের বাক্স খুলে সেই কুঠুরীগুলোতে নরম চোখে তাকানো, ভীষণ মন কেমন করা অনুভূতি, এটাই প্রেম, শুদ্ধভাবে বলতে হলে বলা যায়, এটিই 'রাবীন্দ্রিক প্রেম!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.