নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্ষুদ্র গ্রহের ক্ষুদ্র এক মানব...কিন্তু বুকে নিয়ে বেঁচে আছি এক বিশাল স্বপ্ন..

রনজিত দেব রাজ

নিজেকে নিয়ে বিশেষ কিছু বলার নেই আমার। Good for nothing টাইপের একটা ছেলে আমি। Future নষ্ট করার জন্য যা যা করতে হয় তার প্রায় সব-ই আমি করেছি;বাকি গুলো করছি। এখন আমার Aim in life হল একজন ভালো মানুষ হওয়া।কিন্তু সেটাও বোধ হয় হওয়া হবেনা। রাগ,ক্ষোভ,প্রতিশোধ পরায়ণতা খুব বেশি;আর নিজের অভিধানে ক্ষমা নামের শব্দটি না থাকায় ভালো মানুষ-ও হতে পারছিনা।

রনজিত দেব রাজ › বিস্তারিত পোস্টঃ

মেয়েরা আসলে কি চায়??প্রেম নাকি অভিনয়............

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:২১

মাইয়াগুলা আসলে কি চায়????মেয়েদের কাছে ভালবাসা মানে কি সেইটা বুঝতে মন চায়………… মেয়েরা প্রেমিক চায়না,চায় মিথ্যা অভিনয়??? !!!!হোয়াই গালস ????হোয়াই????এইটাই কি ভালবাসা???মেইড ইন চায়না........... আপনাদেরকে আমি অসম‍মান করছি না বা কোনো মেয়েকে হেয় করার জন্য এই পোষ্ট দেয়া হয় নাই আপনাদেরকে আমি কেন বিধাতার সকল বেটা ভারসন সম‍মান করে তা আপনাদের মনে রাখা উচিত. নিশ‍চই বলবেন আমরা কি করছি? তাহলে শুনেন এই যে ফেইসবুক তার একটি নিজস‍ব রং আছে তা হলো নীল রং আর নীল মানেই বেদনার রং আর এই বেদনাটা আপনারা ছড়িয়ে দিচে‍ছন যে সমস্ত পোলা একটু নীরব,সাধাসিধা,ভাল (বেটা ভারসনের মাঝে)মানুষ সেইগুলার দিকে আর আপনাদের নীল রং তাদের জীবনে আঘাত হানছে....আর তা প্রকাশ করছে তারা এই এফবির মধ্যে দিয়ে আর তা আপনারা ও দেখছেন. যারা দেখেন নি আপনারা সব ছেলেদের টাইমলাইন দেখুন ১০০ জনের মধ্য ৮০ জনের সুখের গল‍প খুব কম....তাহলে বলবেন আমরা কি করবো?....তাহলে শুনেন আপনাদের অনেক কিছু করার আছে বিধাতা আপনাদের সৃষ‍িট করেছেন স‍বগীয় রুপ দিয়ে আপনারা মায়াবিনী তাই যে কোন ছেলে আপনাদের কে ভালবাসতে পারে সেটা যেকোন মাধ্যম থেকে হোক না কেন সেটা খুব সল‍প সময়ের মধ্যে হতে পারে তাই নিজেকে সংযত হতে হবে. অনেকদিন আগে একটি পোষ‍ট পড়েছিলাম কারো সাথে টাইমপাস করছেন তা থাকে বলে দিন কারন আপনাদের টাইমপাস এর কারনে তার জীবন হয়তো নষ‍ট হয়ে যেতে পারে. আমার নিজের দেখা বাস‍তব জীবন থেকে বলছি অনেক ছেলেকে আমি কাঁদতে দেখেছি আর সেটা আপনাদের মতো কারোনা কারোর জন্য আপনারা ক্ষনিকের জন্য আসেন আবার ইচ‍ছা হলে চলে যান. আপনাদেরকে কেউ জিজ্ঞেস করলে বলেন আপনাদের ভালবাসার মানুস কেউ নাই এমনকি আপনারা ভালবাসা কি তাও চেনেন না তা শুনে আমার মতো বোকা কিছু পোলাপাইন মনে করে যে এর মধ্যই ভালবাসা খুজে পাব আর আপনাদের মাঝে উপস‍থাপন করে আর আপনারা তাতে হাসেন বা নিরব ভুমিকা পালন করেন আর তাতে ছেলারা আরো আকষনীয় হয়ে পড়ে....কিন‍তু কিছুদিন পর আসল রুপটা ভেসে উটে এরকমই আরো অনেক ভালবাসার মানুষ আছে আপনাদের আর তখনি আপনারা পালানোর চেষ‍টা করেন তা যেভাবেই হোক না কেন. তাই বলছি ভাবুন আপনাদেরকে আমরা ঘ্রিনা করার আগে নিজে নিজে ঠিক হয়ে যান নইলে কেউ থাকবেনা আপনাদের ভালবাসার মতো.....আর তা মাথায় রাখা ভাল আপনাদের জন্য আমাদের সৃষ‍ি‍ট আর আমাদের জন্য আপনাদের কারো ভুমিকা কারো চাইতে কম নয়... আজ যেই ছেলেদেরকে নিয়ে খেলা করছেন তার মতো একজনের সাথে আপনাদের জীবন কাটাতে হবে কিংবা যাকে নিয়ে খেলা করছেন তার গলায় তো আপনাদের মালা পড়াতে হতে পারে যদি বিধাতার ইচ‍ছা থাকে তখন ভাবুন আপনাদের অবস‍থা কি হতে পারে .. আমি জানি অনেকেই আমাকে বকা দিবেন কিন‍তু নিজের মনের সাথে নিজেকে জিজ্ঞেস করেন তাহলে আনসার পেয়ে যাবেন...সবাই হয়তো একই রকমনা এটা আমি মানি কিন‍তু আপনাদেরকেও সতক থাকতে হবে না হলে ভালবাসা বলতে কিছুই থাকবেনা. আর সাথে সাথে সকল মেয়ে বা ছেলেকে বলছি দয়া করে ভালবাসা নিয়ে খেলবেন না কারন ভালবাসা হলো বিধাতার দান আর আমরা সকলে মিলে সুন‍দর একটি ভালবাসার পৃথিবী সৃষ‍ি‍ট করি. সবার মঙ‍গল কামনা করছি...

(বিঃদ্রঃ কোনো মেয়েকে হেয় করার জন্য এই পোষ্ট দেয়া হয় নাই।জাষ্ট আগ্রহ............)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.