নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্ষুদ্র গ্রহের ক্ষুদ্র এক মানব...কিন্তু বুকে নিয়ে বেঁচে আছি এক বিশাল স্বপ্ন..

রনজিত দেব রাজ

নিজেকে নিয়ে বিশেষ কিছু বলার নেই আমার। Good for nothing টাইপের একটা ছেলে আমি। Future নষ্ট করার জন্য যা যা করতে হয় তার প্রায় সব-ই আমি করেছি;বাকি গুলো করছি। এখন আমার Aim in life হল একজন ভালো মানুষ হওয়া।কিন্তু সেটাও বোধ হয় হওয়া হবেনা। রাগ,ক্ষোভ,প্রতিশোধ পরায়ণতা খুব বেশি;আর নিজের অভিধানে ক্ষমা নামের শব্দটি না থাকায় ভালো মানুষ-ও হতে পারছিনা।

রনজিত দেব রাজ › বিস্তারিত পোস্টঃ

সিগেরেট জিন্দাবাদ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:২৩



কিছু কথা লিখবো বলে ভাবছি তাহলে লিখেই ফেলি ## সিগেরেট বিহীন জীবন আর বউ বিহীন বাসর রাত ; একই মনে হয়। ## "সিগারেট অভ্যাস নয় এটা একটা দর্শন!" ## জীবনটা হচ্ছে সিগারেট, ইচ্ছেগুলো ধোঁয়া আর স্বপ্নগুলো ছাই। ## সিগারেট এ ঠোট পুরে .. ফুসফুস পুড়ে সবাই দেখে, কিন্তু মন কতটা পুরলো কেউ দেখে না' – ## সিগারেটের শেষ টান আর কোনো নারীর ঠোটে চুমু খাওয়া নাকি একই কথা । কারন-শেষ টান দেয়ার পর আবার ও সিগারেট ধরানোর জন্য অস্থিরতা কাজ করে , তেমনি নারীর ঠোটের স্পর্শ পাওয়ার পর সেটা পাওয়ার জন্য আকুলতা কাজ করে।। ## "প্রেম হলো সিগারেটের মত যার আরম্ভ অগ্নি দিয়ে, আর পরিণতি ছাইয়ে"। ## "সিগারেট হচ্ছে সেই মায়াবতী বউ যে কখনো বাপের বাড়ি যায় না" "স্বর্গে যদি ধূমপানের ব্যবস্থা না থাকে তবে আমি সেখানেও যাবো না।" "আমাকে যদি সিগারেট ও নারীর মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে বলা হয় আমি সব সময় সিগারেটকেই বেছে নিব।" এদানিং সিগেরেট টানতে ভালই লাগে কবিতারা মুখ ফিরিয়ে নেই আমাকে দেখলেই###"তুমি সিগেরেট না আমার মাথা খাও এই কথা শোনার ভাগ্য হয়তো আমার নাই । বিশ্বাস করুন, সিগেরেটের টেস্টাই ডিফরেন্ট লাগে। ছোট এই জীবনে সিগেরেটের চেয়ে এত বড়ো, সস্তা ও সম্মানীয় এন্টারটেইনমেন্ট আর কোথায় পাওয়া যায়। সিগেরেট জিন্দাবাদ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৩

আমি ব্লগার হইছি! বলেছেন: বাংলা ফাইভ সিগারেট টা এখনো খুব মিস করি।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:০১

রনজিত দেব রাজ বলেছেন: ধন্যবাদ ভাই।সকাল হতেই সিগেরেটের চুমু ছাড়া কোন ভাবেই দিন শুরু হয়না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.