| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রনজিত দেব রাজ
নিজেকে নিয়ে বিশেষ কিছু বলার নেই আমার। Good for nothing টাইপের একটা ছেলে আমি। Future নষ্ট করার জন্য যা যা করতে হয় তার প্রায় সব-ই আমি করেছি;বাকি গুলো করছি। এখন আমার Aim in life হল একজন ভালো মানুষ হওয়া।কিন্তু সেটাও বোধ হয় হওয়া হবেনা। রাগ,ক্ষোভ,প্রতিশোধ পরায়ণতা খুব বেশি;আর নিজের অভিধানে ক্ষমা নামের শব্দটি না থাকায় ভালো মানুষ-ও হতে পারছিনা।
!!....বড় বৈচিত্রে ঘেরা মানুষের জীবন! কারো জীবনে সাময়িক রংধনুর সাত রঙের ছোয়া, একই সময় কারো কারো জীবনে অদ্ভুত শুন্যতা ও বিষন্নতার বেদনায় নিমজ্জিত! কিছু স্বপ্ন বাধাহীন গন্তব্যে যেতে চায়, কিছু কষ্ট নীরবে হৃদয়ে ঠাই নেয়! আর কত কষ্ট নিয়ে মানুষ বাঁচবে! বিধাতা- তুমি কি চাইবে না কষ্টে থাকা এ মানুষগুলোর জীবনে কিছু সুখের প্রহর? জীবন যেন কখনো আত্মসমর্পণ করে অধিকার ও সম্পর্কের বন্ধনের কাছে! এই তো আমাদের জীবনের কত অধ্যায় যেন ভাঙ্গা-গড়ার ও উত্থান-পতনের মাঝেই বেচে থাকা....!!
©somewhere in net ltd.