![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতো কুয়াশা ভেজা ঘাস শুখালো
পৌষের দুপুরের ক্লান্ত রোদে।
কতো বৃষ্টি ভেজা ঘাস পুড়ালো
চৈত্রের দুপুরের কাঠ ফাটা রোদে।
আমিও ভিজেছি বহুবার কুয়াশা ভেজা ঘাসের মতোই,
আবার শুখিয়েছি পৌষের দুপুরের ক্লান্ত রোদে।
আমিও স্নান করেছি বারংবার বৃষ্টি ভেজা ঘাসের মতোই,
আবার পুড়েছি চৈত্রের দুপুরের কাঠ ফাটা রোদে।
ভেজা ঘাস সেতো তবুও শুখাইয়া পুড়িয়া প্রাণবন্ত শ্রাবনে
আর আমার শুখিয়ে, পুড়িয়ে যাওয়া ছাই গুলি বাসিয়ে নিল শ্রাবনের প্লাবনে।
২৫ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৯
নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ আপনাকে ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য।
ভালো থাকবেন,শুভ কামনা রইলো।
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:০৬
সুখেন্দু বিশ্বাস বলেছেন: ভালো লাগলো আপনার কবিতা। " কোয়াসা" বানান টা একটু দেখে নিবেন ভাই। 'কুয়াশা' হবে।
অনেক শুভকামনা রইলো।