নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

চাই আবার বাংলা ব্লগে প্রাণ ফিরে আসুক

৩১ শে মার্চ, ২০১৫ রাত ৯:১৪

বাংলা ব্লগিং এখন মৃত্যু কূপে পরিনত হয়েছে।
তাই সম্ভবত ব্লগাররা এখন মৃত্যুর ভয়ে ব্লগ থেকে পালিয়ে বেড়াচ্ছেন।
ব্লগ নেই এখন আর আগের মতো প্রাণবন্ত
নেই এখন আর আগের মতো পাঠক পাঠিকা,
নেই লেখক লেখিকাও।
বাংলা ব্লগ এখন প্রায় ধূধূ মরুচর।
আর এর একমাত্র কারণ এক বছরের ভিতরে তিন জন ব্লগার হত্যা।
যা সত্যি দুঃখ জনক ও নিন্দনীয়।

আমরা সাধারন ব্লগাররা চাই আবার বাংলা ব্লগে প্রাণ ফিরে আসুক।
আবার বাংলা ব্লগ কথা মালায় ভরপুর হয়ে উটুক।
আবার প্রাণবন্ত হোক আমাদের মাতৃ ভাষার প্রিয় বাংলা ব্লগিং।

আর এর জন্য দরকার সুন্দর ও ভালো ব্লগিং এর উপযোক্ত একটা প্লাটফর্ম।
দক্ষ, অভিজ্ঞ ও ধৈর্য্যশীল পরিচালক মন্ডলি।

যাদের দ্বারা বাংলা ব্লগের যায় যায় প্রাণ আবার ফেরত আসবে।
যারা ব্লগ পরিচানারকারীগনের সমালোচক কে শত্রু না ভেবে,
সমালোচকের সমালোচনার উত্তর দেওয়ার জন্য মানষিক ভাবে
নিজেদের কে তৈরি রাখার ক্ষমতা রাখেন।

এখন সব জায়গাতেই স্বজন প্রীতির ছোয়া লেগে গেছে।
এই স্বজন প্রীতির কারনেই আমাদের দক্ষ কর্মট অভিজ্ঞ জনেরা
সঠিক মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছেন।
আমি বিশ্বাস করি এই স্বজন প্রীতি দূর করে দক্ষ কর্মট অভিজ্ঞ জনদের
সঠিক মূল্যায়ন করা সম্ভব একমাত্র দক্ষ, অভিজ্ঞ ও ধৈর্য্যশীল পরিচালক মন্ডলির দ্বারা।

আমি সর্বদা বিশ্বাস করি দক্ষ, অভিজ্ঞ ও ধৈর্য্যশীল পরিচালক মন্ডলি দ্বারা যে কোন
প্লাটফ্রম, প্রতিষ্ঠান, দল বা গোষ্টি হাজার বছর টিকিয়ে রাখতে পারেন
মাত্র এক জনমের সময় ব্যয় করে।
যার দ্বারা হাজার বছর হাজার জনের হৃদয় দখল করে রাখেন
কর্ম দক্ষ, অভিজ্ঞ ও ধৈর্য্যশীলতা দিয়ে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৫ রাত ৯:৫২

ইলুসন বলেছেন: ভাই এখন ব্লগার বলে কিছু নাই, এখন সবাই ফেসবুকার!

০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৮

নুর ইসলাম রফিক বলেছেন: তার জন্য দায়ী নয়কী আমাদের আনএক্টিভিটি
আমাদের পাঠ এবং কমেন্ট না করা?

২| ৩১ শে মার্চ, ২০১৫ রাত ১০:০৩

আবদুর রব শরীফ বলেছেন: আমরা আছি তো ৷

০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৩৩

নুর ইসলাম রফিক বলেছেন: হাহাহাহা আমরা আছি তো তাইনা। আপনার পিচনে তাকিয়ে দেখুন একাই আপনি দাঁড়িয়ে আছেন বাকী জন হাওয়ায় মিলিয়ে গেছেন।
যদিও এটাই এখন বাস্তবতা।

৩| ০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ১:০২

মীর সজিব বলেছেন: ভাই আমি নতুন, লেখালেখি করার চেষ্টা করি। আমিও চাই সুন্দর ভাবে ব্লগিং করতে।

০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ১:৩৯

নুর ইসলাম রফিক বলেছেন: বাংলা ব্লগে আপনাকে স্বাগতম।
শুভ ব্লগিং............
সাথে শুভ কামনা তো রইলই.........

৪| ০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৪

মাহমুদ০০৭ বলেছেন: আমরা সাধারন ব্লগাররা চাই আবার বাংলা ব্লগে প্রাণ ফিরে আসুক ।
দুঃখজনক হচ্ছে আসবে না ।
কেন ?

প্রধান কারণ হচ্ছে - ব্লগ কর্তৃপক্ষ তা চান না । অন্যান্য আরো নানা কারণ ত আছেই ।

পর্যবেক্ষণ করলে তা বোঝার কথা ।

ভালো থাকবেন ।

০১ লা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

নুর ইসলাম রফিক বলেছেন: একটু বুঝিয়ে বললে ভালো হতো জনাব মাহমুদ০০৭।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.