![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনটা বড় তিক্ত লাগছে।
স্বপ্ন দেখা তো সেই কবেই ভুলে গেছি।
আর স্বপ্ন দেখতে তো সুন্দর একটা মন লাগে।
আমার এই ভাঙ্গা চুড়া মন দিয়ে তো আর স্বপ্ন দেখা যায় না।
মাঝে খুব কাঁদতে ইচ্ছে করে।
কাঁদলে নাকী দুখের লাগব হয়।
মনে নাকী সুখ সুখ ভাব লাগে।
কিন্তু তবুও যে মন খুলে কাঁদতে পারিনা।
সুখের পিছু আর দৌড়াই না।
আমার অসুখ কি করেই বা সে সারাবে?
সুখ তো নিজেই ছোঁয়াচে অসুখে ভুগছে।
ভয় লাগে কখন আমায় ঝাপটে ধরে।
তাই আমি নিজেই সুখ থেকে পালিয়ে বেড়াই।
৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৮
নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ আপনাকে।
ভালো থগাকবেন।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১২:৩৪
জাহাঙ্গীর.আলম বলেছেন:
অচেনা সুখগুলো দুঃখের চাদরে পাশেই দাড়িয়ে থাকে ৷
ভাল লিখেছেন ৷