![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি ফাগুন ভাবিয়া আগুন কুড়াইয়া আমায় দিয়াচুনু উড়ায়া
আমি পুড়িয়া আংগার হই, আর তুমি সুখে মাতোয়ারা।
পুড়িতেছি আমি, বুঝিতেছি তার কি জ্বালা?
জাচিয়া নিতেছো তুমি অপবাদের মালা।
সেতো মালা নয় দায় মুছিবার পালা,
মুক্তি চাও নিয়ে নাও,
আমি রাখিনি বন্দী করে।
এসেছো আপন মনে,আপন মনেই ফিরে যাও।
আমি কারাবন্দি, মুক্তির স্বাদ কি তা জানী।
তুমি দাস তবে দাসই থাকো, আমিও প্রাচির বন্দী।
আমাতেই আমার অভিষাপ, হয়না যেন কভু দুজনার সন্ধ্যি।
০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪২
নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ পেরনার জন্য।
আমি আপনাদের পেরনার কাঙ্গাল............
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২১
ভ্রমরের ডানা বলেছেন: দারুন লেখা। চলুক তবে।