![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভেঙ্গে যাক,ভেঙ্গে যাক,দাওনা তাকে ভেংগে দিতে
এ যে স্বপ্নের রুপে দুঃস্বপ্ন বিরাজ করছে তোমাতে।
এ যে স্বপ্ন নয়,সন্ধিহান, সমষ্টির অন্ত জালে
এসেছে আষাঢ়,বিজ বৃষ্টির জলে
পুড়া মাঠি কাঁদা হয়ে মিশে যাবে মৃত্তিকার তরে
তুমি যে পুড়া মাঠির পুতুল নও, বুঝিবে পুড়া মাঠি ধোয়ে গেলে পরে
স্বপ্ন রুপের দুঃস্বপ্ন তোমাকে করেছে মাঠির পুতুল
ভেঙ্গে যাক,ভেঙ্গে যাক,তাতে কিবা এমন ভুল।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুন, ২০১৫ রাত ৯:১৭
কোজাগরী চাঁদ বলেছেন: মাঠি না মাটি লিখেন।