![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আমি খুব আনন্দিত।
দুইটা অসহায় শিশুকে আজ ঈদের জন্য
দুইটা গেঞ্জি কিনে দিতে পারলাম।
এবং ওদের মায়ের হাতে কিছু টাকা (আমার সাধ্য অনুযায়ী)
দিতে পারলাম।
যাতে ওরা ঈদের দিন নুন্যতম ভালো কিছু খেতে পারে।
যদি এই কয় দিনে মধ্যে আমার আরেকটু সাধ্য হয়
তবে আরো কয়েক জন অসহায় শিশুদেরকে ঈদের আনন্দ
উপভোগ করানোর চেষ্টা করবো।
সবাই দোয়া করবেন আমার জন্য নয়,
ঐ অসহায় শিশুদের জন্য।
কেউ কেউ যদি মনে করেন আমি সস্তা জনপ্রিয়তার
জন্য এই লেখা বা কর্ম আপনাদের সাথে শেয়ার করেছি,
তবে আপনারা আমায় নিজ আমায় গুনে ক্ষমা করবেন।
আমার এই লেখা বা কর্মটা শেয়ার করার মূল উদ্দেশ্য
হচ্ছে আমার এই লেখা বা কর্ম থেকে যদি কেউ অনুপ্রাণিত
হয়ে দু,চারটা অসহায় শিশুদের কল্যানে এগিয়ে আসেন।
কি আপনি কি ওদের তরে একটু আসবেন না?
ওরা যে আপনার একটু করুণার তিক্ত প্রহর গুনছে।
১৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:১০
নুর ইসলাম রফিক বলেছেন: বলেছেন: প্রশংসার জন্য ধন্যবাদ।
মানুষ প্রশংসার কাঙ্গাল আমি ও তাদের ব্যতিক্রম নই।
দোয়া করবেন আপনার প্রশংসা যেন ভবিষ্যতে আরো ভালো কাজ করার পেরনা দেয়।
২| ১৮ ই জুলাই, ২০১৫ রাত ১১:৫১
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল। ভালো থাকুন সব সময়।
শুভ কামনা।
২১ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৩
নুর ইসলাম রফিক বলেছেন: ভালও থাকা হাহাহাহাহা অকে চেষ্টা করবো ভাই
৩| ২০ শে জুলাই, ২০১৫ সকাল ৯:২৮
নীলপরি বলেছেন: আশাকরি ঐ শিশুদের ঈদ ভালো কেটেছে ।
আপনার জন্য শুভেচ্ছা ও শুভ কামনা ।
২১ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৭
নুর ইসলাম রফিক বলেছেন: আমি ও কিছুটা আশাবাদী কিছুটা।
ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৫ রাত ৯:০৩
সুমন কর বলেছেন: শুভেচ্ছা রইলো।