নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

কলম মানে অস্ত্র নেওয়া, পারবো না ভাই পারবোনা

০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৪

কলম হাতে নিলেই নাকী কলমদারীর মৃত্যু হয়
কাপুরুষ এই আমার কলম নিতে তাইতো ভয়।
এই কলম হাতে নিয়েই নাকী শহীদ হয়েছেন কতো শতজন
আমি আমার ভালই আছি, শহীদ হওয়ার কি প্রয়োজন?

কলম নাকী মাঝে মাঝে অস্ত্রের চেয়েও ধারালো হয়
কাপুরুষ এই আমার কলম নিতে তাইতো ভয়।
এই কলমের কালিতে নাকী দুঃশাসন অবশান হয়?
শত্রুপক্ষ কলমের ভয়ে মাঝ পথেই থমকে রয়।

এক কলম নাকী মাঝে হাজার মনের কথা কয়
আমার কথা আমি জানী, কলমের কথায় কি আর হয়?
কলম কলম কলম, কলম নাকী জগতময়
এই কলমি বহুবার করেছে নাকী বিশ্বজয়?

আমি অদম অজ্ঞ মূর্খ কলম দিয়ে আমার কি হয়?
জ্ঞানী গুণী কবি লেখকেরা কলম দিয়েই নাকী কথা কয়?
উনাদের কথা শুনলে আমার বড্ড মুচকি হাসি পায়
কলম নাকী জাতীর বিবেক, মানবতা মুক্তি পায়।

আমি জানি কলম তুলেই পার্লামেন্টে খুব ঝগড়া হয়
তাই দেখেই বিষণ ভয়ে ঘর কোণে হয়ে পরে রই।
আমি জানী দুর্নীতিটা এই কলমেই হয়রে ভাই
তাইতো আমি কলম নিতে এত্ত বেশী ভয় পাই।

না না না, আমি মূর্খই রবো তবু কলম হাতে নেবনা
কলম মানে অস্ত্র নেওয়া, পারবো না ভাই পারবোনা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৫

প্রামানিক বলেছেন: দারুণ বাস্তববাদী কবিতা। ধন্যবাদ

১০ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:০০

নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
সর্বদা ভালো থাকুন।

২| ১৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৫

শায়মা বলেছেন: ভাইয়া এখন কিবোর্ড হাতে নিতে ভয় পেও।

১৫ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

নুর ইসলাম রফিক বলেছেন: পাই তো আপু খুব পাই।
থরথর করে শুধু হাত পা না হৃদপিণ্ড ও ভয়ে কাপে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.