![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাউকে ভুলে থাকা চাটটি খানি কথা নয়।
কাউকে ভুলে থাকা এ এক বিরাট ক্ষমতা বা পাওয়ার।
যদিও এই ক্ষমতা অধিকাংশ লোকের মাঝে বিরাজমান
কিন্তু অল্প কিছু মানুষের মাঝে এই ক্ষমতা একেবারেই শূণ্যের কোঠায়।
স্বাভাবিকতায় সব ক্ষমতাই অহংকারের উৎস কিন্তু এই ক্ষমতাটা মোটেও অহংকারের নয়
বরং লজ্জা অপমান আর অপবাদের।
স্বার্থপর বেঈমান পাষাণ লোভী নির্লজ্জ মানুষরূপী অমানুষ ইত্যাদি ধরনের মানুশের মাঝে এই ভুলে থাকার ক্ষমতা পূর্ণমান।
আর এই ক্ষমতার কারনেই হয়তো এরা বাস্তব জীবনে সফলতা অর্জন করতে পারলেও
বাস্তবে এরা মোটেও সুখি হতে পারেননা। হোন সুখ নামের নাঠকের প্রধান অভিনেতা।
একদিন এই সুখ নামের নাঠকের শেষ পর্ব অনুষ্ঠিত হয়।
ইতি ঘটে সুখ নামের নাটকের গল্পের।
তখন অনুশোচনায় ভোগেন এই সুখ নামের নাঠকের প্রধান অভিনেতা।
সেদিন হয়তো আর এই অনুশোচনা কাজে লাগেনা বরং বাড়ায় যাতনা।
সময় আর উনাকে শুধরানোর সুযোগ করে দেয়না।
হয়না ফেলা দু-চোখের দু-ফুটা জল ছাড়া অন্য কিছু।
©somewhere in net ltd.