নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

আজ সময়ের সাথে জীবনের গল্পটাও অনেক পাল্টে গেছে

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৫৫

আমরা এক সময় এতোটাই গরিব ছিলাম যে,
ছয় টাকা দামের জুতা ১৫ টাকা দামের পেন্ট আর ২০ টাকা দামের
সার্ট দিয়েই ঈদের আনন্দ ভোগ করতাম।
আর মা ঈদের সালামি দিতেন মাত্র দুই টাকা।
একবার ঈদের দিন নামাজ পরে আসার সময়ই আমার কম দামি
জুতাখানা ছিড়ে গেছিল।
তাই বলে কিন্তু আমি কাদিনি।
কারন আমি তখনো বুজতাম আমরা অনেক গরিব।
আমার মায়ের পক্ষে আমাকে ভাল বা দামি জুতা কিনে দেওয়ার সামর্থ নেই।
নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে তাহলে আমার বাবা কোথায় ছিলেন?
আমার বাবাটা না খুব স্বার্থপর।
আমরা দুই ভাই বোন যখন খুব ছোট তখন আমার বাবা আমাদেরকে এতিম করে চলে গেছেন স্বার্থপরের মতো না ফেরার দেশে।
আমরা এতোটাই ছোট ছিলাম যে আমাদের বাবাকে আমাদের বিন্দু মাত্র মনে নেই।

আজ সময়ের সাথে আমাদের জীবনের গল্পটাও অনেক পাল্টে গেছে।
পাল্টে গেছে আমাদের আর্থিক অবস্থান।
আর এই পাল্টে যাওয়া জীবনের গল্পের মূল নায়ক- থাক আজ বলতে ইচ্ছে করছেনা।
অন্যদিন কোন কথার প্রসঙ্গে বলে দেব।
কিন্তু এই পাল্টে যাওয়া জীবনের গল্পের পূর্ণ অবদান আমার মায়ের।
এখন অপেক্ষা শুধু আমার মাকে রত্নগর্বা মা হিসেবে লাখ মায়ের সামনে তুলে ধরার।
আপনারা দোয়া করবেন।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০১

মাহবুবুল আজাদ বলেছেন: দোয়া রইল। ভাল থাকবেন।

১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫১

নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ আপনিও ভালো থাকবেন।

২| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: মাকে আমার সালাম দিবেন।

অবশ্যই সেই দিনের অপেক্ষায়। যেদিন আপনার মাকে রত্নগর্বা মা হিসেবে লাখ মায়ের সামনে তুলে ধরবেন। সেদিন তার আত্মা শান্তি পাবে।

+++

১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৩

নুর ইসলাম রফিক বলেছেন: "বলেছেন: মাকে আমার সালাম দিবেন"
নিশ্চয়ই।
দোয়া করবেন।

৩| ১৭ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫৬

ধমনী বলেছেন: নায়কের ভূমিকা জানার অপেক্ষায় রইলাম। মায়ের জন্য শ্রদ্ধা।

১৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮

নুর ইসলাম রফিক বলেছেন: গল্পের নায়ক তো মা'ই।
সকল মায়ের প্রতি শ্রদ্ধা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.