নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভবঘুরে

পাকন

ছাত্র।

পাকন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের মুভি: শুরু হবে কবে?

১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:০৫

গত কয়েকদিন কলকাতার বাংলা কয়েকটি মুভি দেখলাম। এর মধ্যে রয়েছে অটোগ্রাফ, অবশেষে, হেমলক সোসাইটি, মনের মানুষ। আর বলিউডের হিন্দি বরফি! মুভিগুলো দেখার সময় বার বার বাংলাদেশের মুভির কথা মনে পড়েছে আর সাথে সাথেই মনটা খুব খারাপ হয়ে গেছে। আফসোস লেগেছে আমাদের দেশেও যদি এমন মুভি তৈরি হতো তাহলে সবাই হলে গিয়ে আবার মুভি দেখা শুরু করতো।

তবে কেউ কেউ হয়তো বলবেন বাংলাদেশেও ভালো মুভি তৈরি হচ্ছে। আপনি দেখছেন না? আবার হয়তো বলবেন, কেনো আমাদের টেলিভিশন মুভিটি তো বাইরে কিছু পুরস্কারও পেয়েছে। বা রাতারাতি তো আর কিছু হবে বা এর জন্য সময় দিতে হবে। সবই মানলাম, কিন্তু যে কাজগুলো হচ্ছে তার মধ্যে বছরে একটি বা দুটি কাজও যদি ভালো হতো তাহলেও বলা যেতো। দুখের বিষয় তাও হচ্ছেনা।



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:১৬

রিফাত হোসেন বলেছেন: হুম....
আসেন বরফির মত চুরি বিদ্যা শিখি । :) ছবি ভাল হইছে সন্দেহ নাই কিন্তু হুবুহু কপিটা আমার আবার পছন্দ না ।

চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পরে ধরা !
তবে সিনেমাতে চুড়ি বিদ্যা বড় বিদ্যা যদি ঠিকঠাক চুরি করা যায় ! তার মানে সুন্দর মত কপি পেস্ট অভিনয় করতে পারলেও বড় অভিনেতা/নেত্রী ! =p~ =p~ =p~

কলি কাল , কালি কাল =p~

১৫ ই মার্চ, ২০১৩ রাত ২:২৪

পাকন বলেছেন: চুরি করাটা ঠিক না। দর্শকদের সাথে প্রতারনার শামিল। তবে কোনটার ছায়া অবলম্বনে তৈরি করা হলো তা দিলে ভালো হয়।

আপনাকে অনেক ধন্যবাদ।

২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:১২

রিফাত হোসেন বলেছেন: আমি গনহারে মুভি খাই, তাই মিল পেলেও পেতে পারি । /:)

এই মুভি দেখেন বেনী এন্ড জুন http://www.youtube.com/watch?v=AL-5_ceNc-s বি.দ্র. এটাতে জনি ডেপ আছেন ।

আর যদি অংশ খুজেনই ! http://www.youtube.com/watch?v=8X4AZnTEZDU টোটাল কপি পেস্ট না হলেও ৫০% হাসির দৃশ্য গুলি কপি করার চেষ্টা নয় বরং হুবুহু করেছে সুন্দর করেই । :)

আর চার্লি চ্যাপলিন এর অভিনীত মুভি গুলি যদি আপনার বাদ থেকে থাকে দেখা । তাহলে বরফিকে নিয়েই থাকতে পারেন । :)

রনবীর খুব ভাল অভিনয় করেছে ।

আমি অভিনয় খারাপ একবারও বলছি না, বরং টপ কোয়ালিটির কিন্তু নিজস্ব স্বকীয়তা বলে একটা কথা আছে ।

কারন তারা পরিচালক এর পুতুল , পরিচালক যেভাবে চাইবে সেভাবেই তারা ফুটিয়ে তুলার চেষ্টা করবে । :)

বটম পয়েন্ট খুব ভাল অভিনয় কিন্তু ... একটা কিন্তু থেকে যায় । :)



১৫ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫০

পাকন বলেছেন: আপনার লিংকের জন্য ধন্যবাদ।

উপরের কমেন্টটা আপনাকে উদ্দেশ্য করে নয়। আমি মুভির ডিরেক্টরকে উদ্দেশ্য করে করেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.