![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টানা বিশ দিন ময়মনসিংহে থাকার পর আগামীকাল শেষ হচ্ছে টু্র। প্রথম দিনই ধুলাবালি আর যানজটের কারনে ময়মনসিংহ খারাপ লাগতে শুরু করে।
তবে ময়মনসিংহ অনেক পুরাতন শহর হবার কারনে অনেক পুরাতন বাড়ি দেখেছি। ঘুরেছি কৃষি বিশ্ববিদ্যালয়সহ পুরু শহর। খেয়েছি সারিন্দা, ধানশিড়ী এবং সদ্য উদ্ভোধন হওয়া হিমু রেস্টুরেন্টে।
যা বিশেষভাবে চোখে পড়েছে তা হলো, ময়মনসিংহের মানুষরা রেস্টুরেন্টে খেতে পছন্দ করে। যখনই খেতে গেছি তখনই রেস্টুরেন্টে প্রচন্ড ভীড় দেখেছি। আর বারবার মনে হয়েছে এখানকার মহিলারা কি বাসায় রান্না করেননা?
পাচটি উপজেলা ভিজিট করলাম গত বিশ দিনে। ময়মনসিংহ শহর থেকে প্রতিদিন আসা যাওয়া করে কাজ করেছি। প্রতিটি উপজেলার সাথেই সড়ক যোগাযোগ ভালো। হরতালের মাঝেও সিএনজি, টেম্পোর মাধ্যমে যাওয়া আসা করা যায়। তবে উপজেলাগুলোতে খাবারের দোকানের মান খুবই খারাপ। হালুয়াঘাটের অবস্থা আরো খারাপ। আমরা যেদিন সেখানে গিয়েছিলাম সেদিন মাত্র দুই ঘন্টার জন্য বিদ্যুত ছিলো। কাজ করাই কষ্টকর হয়ে উঠেছিলো।
এতোক্ষণ শুধু খারাপ দিকগুলোই বললাম। আজ আমাকে আমার জুানিয়র জিজ্ঞাস করলো, ভাইয়া আপনার ময়মনসিংহে কি ভালো লাগলো? আমি বললাম, ময়মনসিংহে আর কিছু না থাকলেও তাদের ধানশিড়ী রেস্টুরেন্ট আছে।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৭
সাদা কলো বলেছেন: কোন কোন উপজেলা ঘুরলেন?