| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কিসের জন্য গর্ব করেন?
নিজেদের বংশ মর্যাদা? সেটা কি খুব বেশি? দুই পুরুষ পিছনে তাকিয়ে দেখুন। উত্তরটা পাবেন।
আভিজাত্য? নিজেদের ভাষা ও চালচলন প্রকৃত অভিজাতদের সঙ্গে তুলনা করুন। উত্তরটা পাবেন।
শিক্ষা? বাজারে কেনা অনারারি ডক্টরেট এবং খালখননের ডক্টরেটের বিপরীতে বিবেচনা করুন ড. ইউনূসের ডক্টরেট। উত্তরটা পাবেন।
জ্ঞান? আমেরিকান প্রেসিডেন্ট ওবামা এবং চিলিয়ান প্রেসিডেন্ট পিনেরা-র সঙ্গে তুলনা করুন। উত্তরটা পাবেন।
প্রশ্ন হচ্ছে এই অজ্ঞ, অপদার্থ এবং অহমিকাপূর্ণ শাসকদের গর্ব নয়, ফুটানি-র জন্য রানা প্লাজায় কতো মানুষ মারা গেল?
হয়তো এত মানুষ মারা যেত না। যদি সেই সকালে রানা প্লাজায় একটি বিশেষ পরিবারের কোনো সদস্য চাপা পড়তেন।
১৯ জুলাই ৬৪ খৃষ্টাব্দে গোটা রোম শহরে আগুন লেগেছিল। ছয় দিন জুড়ে সেই আগুনে রোম পুড়েছিল। কথিত আছে সেই সময়ে রোমের অত্যাচারী সম্রাট নিরো মঞ্চনাটকের পোশাক পরে গান গেয়েছিলেন এং বাশি বাজিয়ে ছিলেন। অন্য একটি সূত্রের মতে নিরো এক ধরনের হার্প লায়ার বাজিয়েছিলেন।
বাংলাদেশে সাভারে রানা প্লাজা যখন ধ্বংসস্তুূপে পরিণত হচ্ছিল তখন শাসক কোথায় ছিলেন তা জানানো হয়েছে।
ট্রেনে আনন্দ ভ্রমণে, জয়রাইডে।
সম্পূর্ণ লেখাটি পড়ুন নিচের লিংকে
http://shafikrehman.com/home/details/701
৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
পাকন বলেছেন: আমি যায়যায়দিনে তখন কন্ট্রিবিউটর হিসেবে ছিলাম। আমার এ ধরনের ঘঠনা জানা নেই। আপনি মিডিয়ার মিথ্যা খবর সম্পর্কে জানেন। প্রকৃত খবরটা জানেন না।
২|
৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কিসের জন্য গর্ব করেন?
নিজেদের বংশ মর্যাদা? সেটা কি খুব বেশি? দুই পুরুষ পিছনে তাকিয়ে দেখুন। উত্তরটা পাবেন।
আভিজাত্য? নিজেদের ভাষা ও চালচলন প্রকৃত অভিজাতদের সঙ্গে তুলনা করুন। উত্তরটা পাবেন।
শিক্ষা? বাজারে কেনা অনারারি ডক্টরেট এবং খালখননের ডক্টরেটের বিপরীতে বিবেচনা করুন ড. ইউনূসের ডক্টরেট। উত্তরটা পাবেন।
জ্ঞান? আমেরিকান প্রেসিডেন্ট ওবামা এবং চিলিয়ান প্রেসিডেন্ট পিনেরা-র সঙ্গে তুলনা করুন। উত্তরটা পাবেন।
প্রশ্ন হচ্ছে এই অজ্ঞ, অপদার্থ এবং অহমিকাপূর্ণ শাসকদের গর্ব নয়, ফুটানি-র জন্য রানা প্লাজায় কতো মানুষ মারা গেল?
এটা প্রত্যক্ষ্য।
আর পরোক্ষে কোটি কোটি মানুষ ভুগছে- এদের অবিমৃশ্যকারীতায়!
সময়ই বলে দেবে-এক্সিটটা কেমন হবে।
৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
পাকন বলেছেন: চলুন তা হলে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি।
৩|
৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
ডাক্তার আমি বলেছেন: প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সবগুলোই খারাপ ঠিক আছে। কিন্তু শফিক রেহমানের চেয়ে ঢেড় ভাল।
৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
পাকন বলেছেন: প্রতিযোগিতা করারতো দরকার নেই। যার যা কাজ তা হলেই হলো।
৪|
৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
ঢাকাবাসী বলেছেন: বালরা এখন নিজেদের 'আই নট বাল বলতে পছন্দ করে, মাইর সামনে আইতাছে।
৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
পাকন বলেছেন: সহিংসতা আমাদের কাম্য নয়।
৫|
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৭
নাহিদ সৈকত বলেছেন: ঢাকাবাসী বলেছেন: বালরা এখন নিজেদের 'আই নট বাল বলতে পছন্দ করে'
কবে কিভাবে আওয়ামীলীগ এবং বি. এন. পি এই দুই দল ধ্বংস হবে তার অপেক্ষায় আছি।
৬|
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৬
পত্রদূত বলেছেন: জোর করে যারা মানুষকে "বাল" বানাতে পছন্দ করে তাদের চাইতে গলির নেঁড়ি কুত্তা ভালো।
বাল বা আবাল সবার চরিত্রই এক।
মুদ্রার এপিঠ ওপিঠ
৭|
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০২
জাহাঙ্গীর জান বলেছেন: বয়স ভারী হলে মানুষ অনেক কথাই বলে আর স্মল ম্যাইন্ড হলেতো কথাই নেই ।
৮|
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: যায়যায়দিনের কন্ট্রিবিউটর হিসেবে থাকার পরও যা জানেন না অনেকে দেখছি তাও জানে ।
এরা আরো জানে , কিভাবে ঝাঁকি দিয়ে ৯ তলা দালান ভুপাপিত করা যায় ।
৯|
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৫
স্বাধীকার বলেছেন:
@ লেখক, আপনাকে ধন্যবাদ যে, আপনি একজন যায়যায়দিনের কন্ট্রিবিউটর ছিলেন। বাংলাদেশের ইতিহাসে সাপ্তাহিক পত্রিকার জগতে যাযাদি কেবল একটি নাম নয়, একটি ইতিহাস। যে সাপ্তাহিকটি পড়ার জন্য সেই বয়সেই টাকা বাচিঁয়ে রাখতাম, সপ্তাহান্তে পত্রিকাটি কেনার জন্য। কখনো কখনো ২ কি।মি দূরে গিয়ে স্টেশন হতে পত্রিকাটি সংগ্রহ করতাম। এখনো আমার কাছে যায়াদির প্রায় ৩০টি বিশেষ সংখ্যা/সাধারণ সংখ্যা আছে-যা আমি আমার উত্তর পুরুষদের জন্য রেখেছি।
ব্লগার গিয়াস লিটন ভাইয়ের মতো আমিও বলছি, আপনি কন্ট্রিবিউটর হয়েও যা জানতে পারেননি, তা আবিস্কার করেছে আমাদের সুশীল বাকশালীরা। গত তত্ত্বাবধায়ক সরকারের সহযোগিতায় বাকশালীরা পত্রিকাটি মালিকানায় পরিবর্তন আনতে বাধ্য করে, বিনা কারণে তাকে বিমানবন্দরে আটকে দেয়-যাতে সেনা শাসনের বিরোদ্ধে তিনি কলম না ধরতে পারেন। কারণ সাবেক স্বৈরাচারের সময়েও লেখার জন্য এই সম্পাদককে জেল খাটতে হয়েছে। আম্লীগের কাছে শফিক রেহমান খারাপ, তাদের কাছে ভালো সেঞ্চুরীয়ান মানিকরা, রানারা। দৈনিক সমকামের গোলামরা, মিথ্যাকথার শিল্পী আগাচৌরা বাকশালীদের কাছে অতিপ্রিয়। মিথ্যাচারে আম্লীগ চ্যাম্পিয়ন-তার প্রমান ব্লগেও এভাবে পাবো কোনোদিন ভাবনায় ছিলোনা।
আপনাকে ধন্যবাদ আবারো। শফিক রেহমানের জন্য শুভ কামনা।
০১ লা মে, ২০১৩ দুপুর ১২:০২
পাকন বলেছেন: মি. স্বাধীকার আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনি শফিক রেহমানের উপর মিডিয়া যেভাবে মিথ্যাচার করেছিলো সে সম্পর্কে লিখেছেন। আশা করি এতে করে অনেকের ভুল ভাংবে। যারা নিয়মিত যায়যায়দিন পড়তেন, তারা জানেন, শফিক রেহমান নিজের সম্পর্কে কিছুই লেখেননা। এজন্য অনেকেই তার সম্পর্কে ভুল জানেন। তবে এখন তিনি কিছু লেখায় প্রাসংগিগ ভাবে কিছু লেখছেন নিজের সম্পর্কে। এর ফলে আমরা কিছু জানতে পারছি।
আর আপনার যায়যায়দিন প্রীতির কথা যেনে খুবই ভালো লাগলো। আপনার মতো আমারও স্মৃতি আছে যায়যায়দিন নিয়ে। যায়যায়দিন পড়ে ভিন্নভাবে চিন্তা করতে শিখেছি।
আমার কাছেও কিছু পুরানো যায়যায়দিন আছে। রেখে দিয়েছি স্মৃতি হিসেবে।
১০|
৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯
কাজী মামুনহোসেন বলেছেন: লম্বা লম্বা লেকচার দিতারে, মাগার কামের না.....
১১|
০১ লা মে, ২০১৩ রাত ১:৫৩
বাংলার হাসান বলেছেন: য়তো এত মানুষ মারা যেত না। যদি সেই সকালে রানা প্লাজায় একটি বিশেষ পরিবারের কোনো সদস্য চাপা পড়তেন।
১২|
০১ লা মে, ২০১৩ ভোর ৬:০১
ম.র.নি বলেছেন: @কাজী মামুনহোসেন : কামের জন্যতো আপনাকে বুঝাচ্ছে কিন্তু আপনিতো আকাম লয়া ব্যাস্ত।
১৩|
০১ লা মে, ২০১৩ সকাল ১১:১৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ২০০২ সালে যায় যায় দিন লিখক সম্মেলনে এই চির তরুনের সাথে সাক্ষাতের সুযোগ আমার হয়েছিল ।
আমার কাছে মানুষটিকে আনপ্যারালাল বলেই মনে হয়েছিল ।
আফসোস ! বেচারা এখনো দাদাদের বমন খোর আর পায়ু চাটা বুদ্ধিজীবী হয়ে উঠতে পারেননি । আর যতদিন তিনি এই টাইপের বুদ্ধিজীবী হয়ে উঠতে না পারবেন , ততদিন বাল ছালের কাছে তিনি দালালই থেকে যাবেন ।
০১ লা মে, ২০১৩ সকাল ১১:৫৪
পাকন বলেছেন: মি. গিয়াসলিটন শফিক রেহমান আসলেই আনপ্যারালাল। তার লেখা, টিভি অনুষ্ঠান, কথার স্টাইল সবই তথাকতিথ সুশীলদের থেকে আলাদা।
অনেককেই দেখি তার সম্পর্কে বাজে মন্তব্য করতে। শুধু একজন মানুষ বিএনপি করার কারনে তাকে বাজেভাবে কথা বলা হয়। তবে তিনি বাংলাদেশের বুদ্ধিজীবীদের মতো নিরেপক্ষ থাকতে চাননি। ভন্ডামী করেননি।
ধন্যবাদ আপনাকে।
১৪|
০১ লা মে, ২০১৩ দুপুর ১২:১৩
হুমায়ুন তোরাব বলেছেন: do you have any pdf of jay jay din..
০১ লা মে, ২০১৩ দুপুর ১:০৪
পাকন বলেছেন: sorry, i have no pdf format. but now Shafik Rehman upload Jaijaidin old issue in his facebook accoiunt.
u can log in here:
facebook.com/shafikrehmanpresents
১৫|
০১ লা মে, ২০১৩ দুপুর ১২:২৭
বিড়ি বলেছেন: লাল গোলাপ
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
পত্রদূত বলেছেন: বসুন্ধরা গ্রুপের কাছে লাথি খেয়ে,
"যায় যায় দিন" পত্রিকার সাংবাদিকদের বেতন ফাঁকি দিয়ে পালাতে গিয়ে বিমানবন্দরে ওই পত্রিকার কর্মীদের হাতে ধরা খেয়েছিলেন,
ইনি কি উনি ????
বাই দ্য ওয়ে আই এম নট " বাল "