![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিদ্রোহী যাযাবর মানব। অন্যায়কে প্রশ্রয় দেয়না। সৎ পথে চলি। মানব সেবা করি।
শীত যত বাড়ছে বাংলাদেশে অতিথি পাখির সংখ্যা তত বাড়ছে। বাংলার বুকে আশ্রয় নিতে সুদুর প্রাচ্য থেকে তাদের এখানে আসা।
সাইব্রেরীয় কড়া শীত থেকে বাঁচার জন্য অতিথি পাখিদের এ দেশে আগমন। আপনি অতিথি পাখি দেখতে চান মৌলভীবাজারে যান। মৌলভীবাজারে আছে হাকালুকি হাওর,কাউওয়া দীঘি ও বাইককার বিল। দেশের সর্ববৃহৎ হাওর হাকালুকি সহ কাউওয়া,বাইককার বিলে অতিথি পাখি প্রতিবছর বেশি আশ্রয় নেই। শীত যত বাড়ছে অতিথিরা তত বেশি আসা শুরু করতেছে।
২৩ টা বিল নিয়ে এই হাকালুকি হাওর অবসিথত।
সরকারকে সাদুবাদ জানাই হাকালুকি হাওরে অবৈধ পাখি শিকারীদের বিরুদেধ ব্যবসথা নেওয়ার জন্য । আর এ কারনে হাকালুকি হাওরে প্রতিবছর বেশি অতিথি পাখি আসে। শীত শেষে তারা নিজ দেশে চলে যায়। আমাদের অতিথিদের আমরা খোজ নিবো। পাখি প্রেমিক হয়ে মৌলভীবাজার বেড়িয়ে আসবো অতিথিদের দেখে আসবো।
©somewhere in net ltd.