![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিদ্রোহী যাযাবর মানব। অন্যায়কে প্রশ্রয় দেয়না। সৎ পথে চলি। মানব সেবা করি।
পাখির ডাক নিস্তবধ ভোর জেগে উঠে দেখি সংকার ঘোর।
চারিদিক ছোটাছুটি রাস্তায় জ্যাম
হয়ে যায় মেজাজ বেজায় ড্যাম।
সকালের নাস্তা দুটো পরোটা,
খেতে খেতে চলে আসে দুপুরটা।
দুপুরে গড়িয়ে বিকাল
সময়ের বড় আকাল পারিনা আডডা টা জমাতে।
সনধ্যার আলো চারপাশ কালো মনটা লাগে ভালো।
রাতের প্রহরে ঘুমের মাঝে শুধু দেখি মোর জল পরীর ছায়াকে।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:০৮
বিদ্রোহী যাযাবর বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩২
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল হয়েছে
চালিয়ে যাও…………™