নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীড়হারা পাখী (রাসেল)

ভালোবাসি জীবনেরসাথে যুদ্ধ করতে, চেয়েও ভালোলাগে যখন আমি জীবন যুদ্ধে হেরে যাই কিন্তু মাঠ ছাড়ি না।

নীড়হারা পাখী (রাসেল) › বিস্তারিত পোস্টঃ

সিলেট আমার জন্মভুমি তাই আমি গর্বিত

১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৬

সিলেটিদের

টাকা আছে সেটা শুধু বাংলাদেশ

কেন ?? ভারতের কলকাতা,মাদ্রাজ,

ইংল্যান্ডের

লন্ডন শহর,ব্রিকলেন,আমেরিকার

অনেক

শহরের

মানুষদের এই কথা জানে। আর

বাংলাদেশের

যারা সিলেট বা সিলেটিদের

ভালো লাগেনা তাদের

উচিত সিলেট নিয়ে বাজে মন্তব্য

না করা!!

গতকাল রাতে অনেকের-ই প্রিয়

অভিনেতা মশাররফ

করিম অভিনীত আর

টি ভি 'তে ''মানি ইজ

নো প্রবলেম''

নাটকে সিলেটি ভাষায়

কথা বলেছেন ,এতে তিনি বুঝিয়েছে

যে সিলেটি দের টাকা আছে ঠিক-ই

কিন্তু

সিলেটিরা ক্ষেত টাইপের !

আহা আরে ভাই

আমরা কি ক্ষেত টাইপের ? চলে আসুন

সিলেট।

আমাদের শৌর্য-বীর্য,স্টাইল,বংশ সব-ই

আছে।

এছাড়া আমাদের সুনাম বিশ্বের

আনাচে কানাচে। সেজান সাহেব,

আমাদের

টাকা আছে,

তাতে আপনার নাটক দিয়ে আমাদের

কি বুঝাতে চেয়েছেন?

আপনি বুঝিয়েছেন

আমরা বিয়ের জন্যে কন্যা পাইনা ??

আরে ভাই

আমাদের বিয়ে করার জন্যে হাজার

হাজার নন-

সিলেটি পাগ শুধু বংশ

মিলে না দেখে বিয়ে করিনা!!

আপনার পরিচালিত নাটকের তীব্র

নিন্দা করছি,মনে রাখবেন

সর্বকালের সর্ব

শ্রেষ্ঠ

বক্সার মুহম্মদ আলি সিলেট

সম্পর্কে বলেছিলেন- ''আমেরিকার

নাগরিকত্ব

তুলে নিলে -ও আমার আর

চিন্তা নেই,আমি মুগ্ধ

হয়ে গেছি এখানকার প্রাকৃতিক দৃশ্য

দেখে''

কি সেজান সাহেব এবং মশাররফ

করিম

রেগে গেলেন না? আরে সিলেট

নিয়ে আপনার

গা জ্বলে কেন?? মানিক

বন্দোপাধ্যায়,রব

ী ঠাকুর,জ'ওহর লাল নেহেরু,মুহম্মদ

আলি জিন্নাহ্ ,কাজী নজরুল

ইসলাম,মাদার

তেরেসারা-ও এই পূন্যভুমি সিলেট

এবং সিলেটি মানুষ

সম্পর্কে বাজে কথা বলেননি বরং তাঁ

করেছেন আর আপনারা তো হলেন এই

দিনকার

পরিচালক এবং অভিনেতা। সিলেট

আমার

জন্মভুমি তাই আমি গর্বিত তাই

সিলেটি ভাষা নিয়ে নাটক করুন

কিন্তু

ঘৃণাভরে সিলেটিদের নিয়ে প্রহসন

রচনা করবেননা! **



Collected

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৮

গোলক ধাঁধা বলেছেন:
:) :D B-) ;) :( :(( X( :| X(( :-/ :P :-* :#) #:-S 8-| B-)) :`> :``>> :|| :> :-< |-) /:) :-B B:-) :-P B:-/ :-& :-0 !:#P =p~ আপনের কানে ধরি ভাইডি মাইন্ড খাইয়েন না !!

২| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৫০

এম আর ইকবাল বলেছেন: নাটক দেখি নাই ।
তবে কাউকে কটাক্ষ করা ঠিক না ।

৩| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪২

সমস্যাটা কী? বলেছেন: মগজে যদি ব্রেইনের বদলে গু বা এইজাতীয় কিছে থেকে থাকে তাহলেই এইরকম কিছু বানানো সম্ভব। বিন্দুমাত্র রিসার্চ না করে এইরকম ভুয়া নাটক মনে হয় না বাংলাদেশে আর একটিও হয়েছে। সিলেটীদের টাকা আছে, সম্মান আছে তাই বলে এইনা যে আপনি সিলেটকে বা তার জনগণকে প্রতিদ্বন্দ্বী বা পয়সাঅয়ালা ক্ষেত ভাববেন। সেজান সাহেব মনে রাইখেন বাংলাদেশের সংক্ষিপ্ত ইতিহাসে যে কয়জন অর্থমন্ত্রী হয়েছেন এর মধ্যে তিনজনই কিন্তু সিলেটের !
*** ছোট কিন্তু ভ্যলুয়েবল একটা উপদেশ- সিলেটী নাটক করার আগে ভাষাটা ভালভাবে জানবেন, বুঝবেন তারপর ব্যবহার করবেন।

৪| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: সেখানে আমার একটা কমেন্ট আছে - সেটা নিচে দিলাম

মাসুদ সেজান সাব, নাটকে কোন ভাষা ব্যবহারের আগে সেই ভাষা নিয়া একটু পড়াশুনা করিয়েন। আপনে তো মিয়া এই নাটকে সিলেটি ভাষাটারে একবারে ধর্ষণ করে ফেলছেন। আর নাটক দেখে বোঝলাম
সিলেটিদের নিয়া কোন আইডিয়াই নেন। সিলেটিদের নিয়া এরকম আজগুবি আর গাজাকুরী নাটক বানানোর জন্য আপনার শাস্তি হউন দরকার।সিলেটিদের নিয়া নাটক বানানোর আগে আগে তাদের নিয়া
একটু ভালো করে আইডিয়া নেন তারপর নাটক বানান।

এডমিন সাব,
আমার আগের কমেন্ট কেন ডিলেট করলেন? আমার কমেন্টে এমন কি ছিল যে ডিলেট করন লাগছে......

২২ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫০

নীড়হারা পাখী (রাসেল) বলেছেন: ভাইয়া আমি কোন কমেন্ট ডিলেট করি নাই

৫| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৫

মামুন রশিদ বলেছেন: কোন এলাকা নিয়ে কটাক্ষ করা ভাল না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.