![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
___________________১
পাতায় পাতায় কষ্টের শব্দফুল আঁকি;
-লিখি যা বলা হয়না বা বলতে পারিনা।
চারপাশে এত আনন্দ আয়োজন, দুঃখ বোনা যায়না।
মুখবন্ধি কাচেরবৈয়াম পেলে ভালো হতো-
সমস্ত আবেগ তাতে জমিয়ে রাখতাম।
বয়েস বেড়ে গেলে পড়ে অতীতের ভালো লাগা গুলোকে ভুলের নৌকা মনে হয়
জনদৃষ্টিহীন জলাশয়ে তাকে ডুবিয়ে দিলে স্মৃতির পাতা ভারি হতো না।
___________________২
বুকের বাগানে সুগন্ধী রুমাল পুষছি
ভাঁজে ভাঁজে প্রেম সেথায়,
ছড়িয়ে দিলে এক-সাগর ভালবাসা হবে।
অপেক্ষা ঝুলে আছে কার্নিশে-
লম্ফ-ঝম্ফ করেও ছুঁতে পারছিনা তাকে;
একমুঠো অভিনয়ের মার্বেল চাই; ছড়িয়ে দেব
তুমি কিংবা তোমাদের চলমান পথে।
___________________৩
কবিতা দিতে পারি এক পাহাড়;
তাতে কতটা আনন্দ দেবে তুমি? অভিনয়ের চেয়ে বেশি নিশ্চয় নয়!
তাহলে আর অকৃত্রিম কি আছে তোমার?
এর’ চে আমার কবিতা ঢের বেশি দামী।
©somewhere in net ltd.