নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল_ফেণী

খেলাধুলা করতে এবং ঘুরে বেড়াতে পছন্দ করি

রাসেল_ফেণী › বিস্তারিত পোস্টঃ

আমার আর কোন ওয়ে ছিলনা, আমি খঁজে পাইনি।

২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:২২

আমি কখনো কাউকে আমার কোন পোষ্ট পড়তে রিকোয়েস্ট করিনি, এইবারই প্রথমবারের মত আমার এই পোষ্টটা যার চোখে পড়বে তাকেই পড়ার জন্য অনুরোধ রইল। লিখাটা একটু বড়, তাও সবাইকে অনুরোধ করবো কষ্ট করে পড়ার জন্য।



কোত্থেকে শুরু করবো ঠিক সেটা বুঝতে পারছিনা! যাই হোক আর কোন পথ যখন খুঁজে পাইনি, পোষ্ট করার সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছি শুরু তো করতেই হবে শেষ করার জন্য।



সেই স্কুল লাইফ থেকে একজনকে খুব পছন্দ করতাম, তার পিছে পিছে অনেক ঘুরেছি কিন্তু মনের কথাটা তাকে কখনো বলতে পারিনি। তাকে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সরাসরি কখনো বলতে না পারার কারনে এখন সে অন্যের। হয়ত তাকে আমি আমার মনের কথা বলতে পারলেও বা বললেও সে আমার হত না। কিন্তু তখন আন্তত নিজের মনকে শান্তনা দিতে পারতাম; হয়ত আজকে আর আফসোস করতে হত না। এখন সে বি এফ এর সাথে এফ বি তে পিকচার শেয়ার করে। দেখতে ভালই বিরক্ত লাগে। অনেক জ্বলেও মাঝে মাঝে ! হয়ত আমার কপালে সারাজীবনই "জ্বলতে হবে" টাইপ কিছু লিখা আছে, আর এই জ্বলন্ত আগুনে পানি ঢালার মত কেউ বোধ হয় কখনোই আসবে না ! :(



উপরে যে কথাগুলো লিখলাম সেটা আমার আজকের পোষ্টের বিষয়বস্তু না। আমি আজকে যা লিখবো তার জন্য উপরের কথাগুলোর প্রয়োজন ছিল।



আজকে আমি আরেকজনের কথা বলবো, যে অনেক স্পেশাল, এক্সেপশনাল একজন, যার সাথে আমার কিছুদিন আগেই পরিচয় হয়েছে; জাস্ট ৩ মাস + কিছুদিন আগের পরিচয়। পরিচয়ের প্রায় শুরু থেকেই তার প্রতি একটা অন্য রকম ভালো লাগা কাজ করতো। বুঝতাম না এর মানে কি? মনে হয় যেন তার মত এত ভালো আর কাউকে কখনো লাগেনি। তার প্রতি আমার এই ভালো লাগাটার মধ্যে অন্য রকম একটা ব্যাপার ছিল, শুরু থেকেই দিন দিন যেন তার প্রত্যেকটা ব্যপার আমাকে মুগ্ধ থেকে মুগ্ধই করে চলেছে। তার প্রত্যেকটা ছোট-খাট ব্যাপারও আমার কাছে খুব নিক্ষুত মনে হয়।



আমি আজকের এই ফেসবুকের পাবলিক পোষ্টটির মাধ্যমে সবার সামনে ইনফ্যাক্ট সারা পৃথিবীর সামনে সেই তোমাকেই আমার মনের কথাগুলো সরাসরি বলতে চাই। কারন আমার আর কোন ওয়ে ছিলনা।



তুমি হয়ত এমনটা কখনোই ভাবতে পারনি, হয়ত কল্পনাও করতে পারনি এমন কিছু একটার মুখোমুখি তোমাকে কোনদিন হতে হবে। কিন্তু বিশ্বাস কর; এটা একদিনে হয়নি। তোমার সাথে ফান করতে করতে একটু একটু করে কখন যে আমি তোমাতে মিলেমিশে একাকার হয়ে গেছি আমি নিজেও জানিনা। বিশ্বাস কর তোমাকে ছাড়া একটা মুহূর্ত অন্য কিছু ভাবনায় বা কল্পনায় আসে না। আমি নিজের সাথে অনেক যুদ্ধ করেছি, নিজেকে বোঝানোর সব রকম চেষ্টাই আমি করেছি। ভেবেছি আমার বোধ হয় কোথাও ভুল হচ্ছে, কারো সাথে শেয়ার করলে সে হয়ত আমাকে ব্যাপারটা বোঝাতে পারবে, তাও করলাম আমাকে অনেক ভাবে বোঝানোর চেষ্টা করল। কিন্তু কোন কিছু দিয়েই আমার মনকে বোঝাতে পারলাম না। আমি সারাদিন তোমার কথাই ভাবি, তোমাকে নিয়ে শত শত হাজার হাজার প্ল্যান করি। তোমাকে হাজার হাজার কথা বলতে ইচ্ছে করে, বলতে গিয়ে বার বার আমি থমকে যাই। তাই ফেসবুকে এই পোষ্টের পথ বেছে নিলাম। কারন আমার আর কোন ওয়ে ছিলনা।



আমাকে আমার পরিবারের এবং কাছের লোকজন, বন্ধু-বান্ধব পাগল বলে, অন্যরকম একজন পাগল। আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে আমার ছোট ভাই -ছোট বোন, বড় ভাই - বড় বোন, মামা - মামি, চাচা সহ আমার কাছের আত্বীয়-স্বজন প্রায় সব পরিবার থেকেই এক-দুই বা ততোধিক লোকজন এড আছে এবং এলাকার বড়-ছোট পরিচিত - অল্প পরিচিত অনেকেই আছে। আমার আজকের এই পোষ্টের পরে আমি ঐ সমস্ত লোকেরা সহ তাদের মাধ্যমে আমার প্রায় সকল ধরনের আত্বীয় স্বজন, বন্ধু-বান্ধব বড়-ছোট, পরিচিত-অল্প পরিচিত সবার কাছে কত বড় অন্য রকম পাগল তা প্রমাণ সহ বুঝে যাবে। কিন্তু আমি এসবের পরোয়া করিনা। আর এছাড়া আমার আর অন্য কোন ওয়ে ছিলনা।



আমার কাছে এখন মনে হয় শুধু এসব কিছু কেন? প্রায় সব কিছুর উর্ধ্বেই তুমি। তোমার জন্য মনে হয় যেন সব করতে পারবো। কোন কিছুই আমার কাছে অসম্বভ নয়। আমি অলরেডি তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি তা তোমাকে হয়ত বোঝাতে পারবোনা, তবে আমার মত করে এই পৃতিবীতে তোমাকে আর কেউ ভালোবাসতে পারবেনা এটা আমি বলতেই পারি। আমার কাছে হয়ত তোমার চাহিদার সব কিছু দেয়ার মত এত কিছু নেই, কিন্তু তোমার জন্য অসাধ্যও সাধন করবো।



তুমি আমার সাথে জুলাই মাসের ১৮,১৯,২০ তারিখ; এই তিন দিন কথা বলনি। আমার কাছে কেমন লেগেছে, ৩টা দিন কেমন গেছে তা শুধু আমি আর আমার সৃষ্টিকর্তাই জানি, আমি তখনই বুঝতে পেরেছি; তোমাকে ছাড়া আমার চলবে না। তার দুই দিন পর ২২ তারিখ রাতে ১০:৪০ এ তুমি যখন বললে; তোমার বি এফ যে হবে সে অনেক লাকি হবে, তুমি তাকে অনেক কেয়ার করবে, অনেক লাভ করবে। তুমি আমাকে বিশ্বাস করতে বললে তুমি তাকে কখনো কষ্ট দিবেনা। এসব শুনে আমি আমার মনের অজান্তেই নিজেকে সেই ভাগ্যবান ভাবতে শুরু করেছি। বিশ্বাস কর মাঝে মাঝে খুব খুব ইচ্ছে করে তোমার লাভ, কেয়ার এসব পেতে। যদিও আমি জানি এসব আমার ভাগ্যে নেই, আমি সেই ভাগ্যবান কখনই হতে পারবোনা। :(



বয়স এবং ম্যাচ্যিউরিটির দিক দিয়ে আমার কাছেও এটা বহুবার পাগলামিই মনে হয়েছে। না; ভালোবাসা কখনোই কোন দিক দিয়ে পাগলামি হতে পারেনা। কিন্তু আমার বেলায় তোমার জন্য এ ভালোবাসা হয়ত পাগলামিই। কিন্তু কি করবো মনের উপর তো কেউ জোর খাটাতে পারেনা, মন মনের মতই চলে। মনকে কোন কিছু দিয়েই বেঁধে রাখা যায়না, আন্তত আমি পারিনা।



তোমার ভালোবাসা না পেলে হয়ত আমি সারাজীবন এমনিতেই আফসোস করবো, তাই ভাবলাম স্কুল লাইফে যে ভুলটা করেছি সেই ভুল আর করা যাবেনা; আফসোস যখন করতেই হবে ভাগ্যের লিখন যেহেতু "আফসোস"; তোমাকে মনের কথা জানিয়েই আফসোস করি। আমি সবসময় তোমাকে বলতাম তুমি এক্সেপশনাল তাই তোমার জন্য এক্সেপশনাল কিছুই করার প্ল্যান আসে আমার মাথায়। তোমাকে মনের কথা জানানোর জন্যেও আমার মাথায় অনেক প্ল্যান ছিল। কিন্তু গত কিছুদিন যাবত মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে বোধ হয় হারিয়ে যাচ্ছ, তাই তোমাকে হারিয়ে ফেলার আগেই মনের কথাটা জানাতে চাই।



আমি জানি আমার শত আবেগ, তোমার জন্য হৃদয় উজাড় করে শ্রেষ্ট ভালোবাসার দেয়ার প্রতিশ্রুতি, তোমার সব ধরনের ইচ্ছা পূরনের প্রতিজ্ঞা কোন কিছুই আমার প্রতি তোমাকে আকৃষ্ট করার জন্য যথেষ্ট না। আমি জানি পৃথিবীর শ্রেষ্ট উপায়ে আমি তোমাকে প্রোপোজ করলেও তুমি আমার ভালোবাসা গ্রহন করবেনা। আমি জানি, আমি সব বুঝি কিন্তু মনকে বেঁধে রাখার কোন উপায়ই আমার জানা ছিলনা।



আমি ৯৯% শিউর জেনেও শুধু মাত্র সৃষ্টিকর্তার অলোকিক কোন ইশারার আশায় ১% সম্ভাবনার ভরসায় আজ তোমার সামনে ভালোবাসার হাত বাড়িয়েছি। আমি জানি সৃষ্টিকর্তার ইচ্ছা থাকলে এই পৃতিবীতে কোন কিছুই অসম্ভব নয়। ধরবে কি আমার এই হাত? হাটবে কি আমার পাশে? সারাজীবন এক সাথে?



আমি জানি আমাদের মধ্যে সবচেয়ে বড় এবং একমাত্র দেয়াল হচ্ছে ধর্ম! তুমি হিন্দু আমি মুসলিম। তারপরও বলতে চাইঃ- ঈভা আই <3 ইউ, আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি ঈভা ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:


না কষ্ট করে পড়েই ফেললাম। লেখাটা এড়িয়ে যাই নাই। যাকে ভালোবাসেন তাকে বলেই ফেলুন। ধর্ম নিয়ে ভাবনা কেন ? এটারও সমাধান আছে।

২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫০

রাসেল_ফেণী বলেছেন: যাক অন্তত কেউ তো পড়ল ! এত বড় লিখা কেউ পড়েনা, আমি নিজেও বড় বড় লিখা গুলো এড়িয়ে যাই। কষ্ট করে হোক না করে হোক পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। :)

লিখাটা এফ.বি. দিব ভেবে লিখেছিলাম, কিন্তু দেয়ার সাহস পাচ্ছিনা। আর সমাধানটা কি একটু বলবেন ?

২| ২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৫

মুজাহিদুর রহমান বলেছেন: ওয়াও !

২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৩

রাসেল_ফেণী বলেছেন: বুঝলাম আপনিও লিখাটা পড়েছেন। হয়ত ভালো লেগেছে তাই ওয়াও বলেছেন। এছাড়াও আরো কিছু মন্তব্য করতে পারতেন।

আপনাকে ধন্যবাদ।

৩| ২৮ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

ইভা লুসি সেন বলেছেন: অসাধারণ লিখেছেন
প্রকাশ ভঙ্গী ভালো লেগেছে
কথাগুলো গুছানো
আমি এক ভদ্র লোক কে চিনি যিনি তার ভালবাসার জন্য ধর্মান্তরী হয়েছেন
হিন্দু থেকেক ক্রিস্টান হয়েছেন
আজ তারা বার্ধককে পৌঁছেছেন
তবুও অটুট তাদের বন্ধন

এগিয়ে যান
ধর্ম আমার মতে কোনো বেপার ই না, শুধু দরকার প্রসস্থ মানুষিকতার .

লেখা পড়ে বুজলাম তার প্রতি আপনার ভালোবাসা তীব্র
তাকে বলেন "চিহ্ন রেখে যাবো তোমার মনে পারবে কি মুছে দিতে?"

এই প্রথম মোবাইল থেকে ব্লগ পড়লাম

২৮ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭

রাসেল_ফেণী বলেছেন: ধন্যবাদ স্বপন ভাই।

আপনাদের মত কাছের মানুষগুলো আছে বলেই হয়ত একটু সাহস পাই, একটু ভরসা পাই।

দোয়া করবেন।

৪| ২৮ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

ইভা লুসি সেন বলেছেন:

এই প্রথম মোবাইল থেকে ব্লগ পড়লাম

কারণ আমার কোনো ওয়ে ছিল না.,

২৮ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০০

রাসেল_ফেণী বলেছেন: হা হা হা !

৫| ৩০ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:৩৬

কালের সময় বলেছেন: ভালবাসার জয় হোক

৩০ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:৩২

রাসেল_ফেণী বলেছেন: ধন্যবাদ কালের কষ্ট করে পোষ্টটি পড়ার জন্য এবং মন্তব্যের জন্য।

দোয়া করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.