নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল_ফেণী

খেলাধুলা করতে এবং ঘুরে বেড়াতে পছন্দ করি

রাসেল_ফেণী › বিস্তারিত পোস্টঃ

সময় বহমান, সময় বদলে যায় !

২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৩৮

২০১০ এর এই সময়টা আমি বিডি তে ছিলাম। প্রায় চার বছর পর বিডি গেলাম। দেশ ছাড়ার পর সেবার প্রথম বারের মত বিডি তে যাই; ফিলিংস্‌ টা তাই ছিল অন্য রকম। শুধু মাত্র তারাই এই ফিলিংস্‌ টা বুঝতে পারবে যারা আমার মত চার বছর বা তার চেয়ে বেশি দিন পর দেশে যায়।



এত দিন পরে দেশে যেয়ে এতটাই ভালো লাগছিল, অন্যরকম একটা অনুভুতি। প্রায় সব কিছুই বদলে গেছে, সব কিছুই নতুন নতুন লাগছে। আমার ছোট ভাইকে রেখে আসছিলাম আমার কাঁধ সমান, গিয়ে দেখি আমি তার কাঁধ সমান হয়ে আছি। যাদের কে দেখতাম ল্যাংটা হয়ে ঘুরে-বেড়াতো তারা দেখি "লাল গেঞ্জী ওয়ালা হাতি" হয়ে বসে আছে। আব্বু-আম্মুকে রেখে আসছিলাম কত ইয়াং,কিন্তু গিয়ে দেখি তারা বুড়ো-বুড়ি হয়ে গেছে। তবে আমার ফ্রেন্ডরা রক্স, তাদের যেমনটা রেখে আসছিলাম তারা তেমনটাই ছিল।



সময় কত তাড়াতাড়ি বদলে যায়, ২০১০ এর এই সময়টা এত মজার এত আনন্দের সাথে কাটিয়েছি কিন্তু ২০১১ এর ঠিক এই সময়টা এত ভায়াবহ ভাবে কাটিয়েছি; উফ আমার মনে হয় ঐ সময়টা ইনফ্যাক্ট ২০১১ এর প্রায় পুরো বছরটাই আমার লাইফের সবচেয়ে কঠিন, সবচেয়ে বাজে, সবচেয়ে জঘন্য, সবচেয়ে ভয়াবহ লাইফ ছিল। এখনো মাঝে মাঝে যখন ঐ সময়গুলোর কথা মনে পড়ে; শিউরে উঠি।



২০১২ টাও ছিল প্রায় অপরিবর্তিত; ২০১১ এর মতই। কিন্তু যে একটি কারন আমাকে সবসময় ডিসেম্বর মনে করিয়ে দেয় সেটি হল এই "২৪ ডিসেম্বর"। যাই হোক তারপর থেকেই আস্তে আস্তে আবার সিচুয়েশন পাল্টে গেল। তারপর ২০১১ টা যেমন আমার লাইফের সবচেয়ে বাজে সময় ছিল, তেমনি ২০১৩টা ছিল সবচেয়ে বেস্ট। বছরের প্রথম মাস থেকে শুরু করেই সারাটা বছর ছিল সফলময়। ব্যাক্তিগভাবে এবং প্রফেশনালি সারাটা বছর জুড়েই পেয়েছি সফলতা। সারাটা বছরের তুলনায় ডিসেম্বর-জানুয়ারিটা ছিল একটু ব্যাতিক্রম। ঐ ব্যাতিক্রমি প্রভাবটা আমাকে দিল দ্যা টেস্ট অফ আ নিউ ফ্ল্যাভার অফ লাইফ । মনে হচ্ছিল সময় বোদ হয় আমার পক্ষে কথা বলতে শুরু করেছে।



আর এখন ? ২০১৪ এর ডিসেম্বর ? হা হা হা, ডিফ্রেন্ট !!! পূর্বের সব রেকর্ড ভেঙ্গে দিয়ে পুরাই ডিফরেন্ট। গত ৭-৮ বছরের চেয়ে সম্পূর্ণ আলাদা। বাট ভালো আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। জানিনা ২০১৫ কেমন যাবে,বয়স বেড়ে গেছে ;) [ নিজ দায়ীত্বে বুঝে নেয়ার অনুরোধ রইল ] দায়ীত্বও বেড়ে গেছে। আনেক কাজ বাকি রয়ে গেছে ! আহেম আহেম ;):P



কথা হচ্ছে সময়; সময়ের সাথে সাথে কত কিছু পাল্টে যায়, আজকে হয়ত কোন কারনে একটু খারাপ আছি, কষ্টে আছি। আর তাতেই ধৈর্য হারা হয়ে যাই, হতাশ হয়ে যাই, কত রকম ভুল সিদ্ধান্তের সাথে নিজেকে জড়িয়ে ফেলি। আবার হয়ত যারা আজকে সুখে আছে, ভালো আছে তারা অতিত ভুলে যাই অথবা যার দয়ায় ভালো আছি, সুখে আছি সেই সৃষ্টিকর্তাকেই ভুলে যাই।

সুতারাং সুখে দুখে যেমনি আমাদের সকলের উচিৎ সবসময় সৃষ্টিকর্তা কে স্বরন করা তেমনি বিপদে আপদে হতাশ না হয়ে, ধৈর্য হারা না হয়ে আমাদের উচিৎ ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবেলা করা । কারন সময় বহমান, চলতে থাকবে, সময়ের সাথে সাথে পরিস্থিতিও বদলে যাবে।

আল্লাহ সবার মঙ্গল করুক :)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬

নিলু বলেছেন: বুজার বয়স হয়নি তো তাই বুজতে পারলাম না ভাই

২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:৩৩

রাসেল_ফেণী বলেছেন: আবার পড়ে দেখন বুঝতে পারবেন। :)

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬

ইফাত আরা বলেছেন: আসছে বছরটি যেন অনেক ভালো কাটে, সেই শুভ কামনা রইল।

২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:৩৪

রাসেল_ফেণী বলেছেন: ধন্যবাদ ! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.