নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অশান্ত বাশিওলা

raselabe

তাই মনে হয় আমি বড় স্বার্থপর।

raselabe › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা - এই শব্দটি কীভাবে আমাদের হলো,,,,,,,,,,,,, নির্মলেন্দু গুণ

০৫ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:০২

একটি কবিতা লেখা হবে তার জন্য
অপেক্ষার উত্তেজনা নিয়ে
লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী
শ্রোতা বসে আছে
ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে :
‘ কখন আসবে কবি ' ?
এই শিশু পার্ক সেদিন ছিল না ,
এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন
ছিল না ,
এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল
না ৷
তা হলে কেমন ছিল সেদিনের সেই
বিকেল বেলাটি ?
তা হলে কেমন ছিল শিশু পার্কে ,
বেঞ্চে, বৃক্ষে , ফুলের বাগানে
ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি ?
জানি , সেদিনের সব স্মৃতি , মুছে দিতে
হয়েছে উদ্যত
কালো হাত ৷ তাই দেখি কবিহীন এই বিমুখ
প্রান্তরে আজ
কবির বিরুদ্ধে কবি ,
মাঠের বিরুদ্ধে মাঠ ,
বিকেলের বিরুদ্ধে বিকেল ,
উদ্যানের বিরুদ্ধে উদ্যান ,
মার্চের বিরুদ্ধে মার্চ … ৷
হে অনাগত শিশু , হে আগামী দিনের কবি
,
শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে
খেতে তুমি
একদিন সব জানতে পারবে ; আমি
তোমাদের কথা ভেবে
লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ
বিকেলের গল্প ৷
সেই উদ্যানের রূপ ছিল ভিন্নতর ৷
না পার্ক না ফুলের বাগান — এসবের কিছুই
ছিল না ,
শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম , সেরকম
দিগন্ত প্লাবিত
ধু ধু মাঠ ছিল দূর্বাদলে ঢাকা , সবুজে সবুজময়

আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ
এসে মিশেছিল
এই ধু ধু মাঠের সবুজে ৷
কপালে কব্জিতে লালসালু বেঁধে
এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে
লোহার শ্রমিক ,
লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক
বেঁধে উলঙ্গ কৃষক ,
পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল
প্রদীপ্ত যুবক ৷
হাতের মুঠোয় মৃত্যু , চোখে স্বপ্ন নিয়ে
এসেছিল মধ্যবিত্ত ,
নিম্ন মধ্যবিত্ত , করুণ কেরানী , নারী , বৃদ্ধ
, বেশ্যা , ভবঘুরে
আর তোমাদের মত শিশু পাতা - কুড়ানীরা
দল বেঁধে ৷
একটি কবিতা পড়া হবে , তার জন্যে কী
ব্যাকুল
প্রতীক্ষা মানুষের : " কখন আসবে কবি " ? "
কখন আসবে কবি " ?
শত বছরের শত সংগ্রাম শেষে ,
রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে
অত:পর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন

তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল
,
হৃদয়ে লাগিল দোলা , জনসমুদ্রে জাগিল
জোয়ার
সকল দুয়ার খোলা ৷ কে রোধে তাঁহার
বজ্রকণ্ঠ বাণী ?
গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন
তাঁর অমর - কবিতা খানি :
" এবারের সংগ্রাম আমাদের মুক্তির
সংগ্রাম ,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম "৷
সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের ৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.