![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ১৫ই আগস্ট বাঙালী জাতিদের এক শোকাবহ দিন। ১৯৭৫ সালের এই দিনে কিছু উগ্রবাদী সেনা সদস্যদের উগ্রচিন্তা ও খামখেয়ালিপনা ছিল এই দেশ থেকে মজিবুর রহমানকে নিঃশেষ করা। আর সেই জন্যেই তাদের হাতে খুন হতে হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বাংলাদেশের রুপকার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে। কিন্তু খুনিদের সেই স্বপ্ন যে সফল হবার নয় তা তারা কোন দিনও বুঝেনি। সেদিন তারা হয়তো এক মজিবকে হত্যা করতে পেরেছিল সত্য কিন্তু পারেনি তার আদর্শ ও স্বপ্নকে মুছে ফেলতে পারেনি। আজ তার আদর্শ ও স্বপ্নকে বুকে লালন করে জন্য নিয়েছে হাজারো কোটি মজিব সেনা। আজ যারা মনে প্রাণে ধারন করে সেই ১৯৪৭, ৫২, ৬৬, ৬৯, ৭১, এবং সর্বশেষ ২০১৪ নির্বাচন। এই সেনারা ডিজিটাল যুগের বাঙালী, আজ তোদের কেউ বিন্দু পরিমান নড়াতে পারেনি ভব্যিষতেও পারবে না সেই আর্দশ থেকে। আজ সবাই এক একজন মজিব। দৃরপ্রত্যই নিয়ে একসুরে গেয়ে উঠে " জয় বাংলা, জয় বঙ্গববন্ধু"।
কিন্তু আজ কিছু কুলাঙ্গার মুখশধারী সেই মজিবীও আর্দশকে নিজেদের লেবাছ(পোশাক) বানিয়ে গায়ে জরিয়েছে আর কুলশিত করছে। আমার ভাষায় "আর্দশ বিক্রেতা"। এই কুলাঙ্গার ব্যক্তিরা ধর্মব্যবসা, জঙ্গি, এবং জামায়াত শিবির ও যুদ্ধ অপরাধী থেকে কম ভয়ংকরই শুধু নয় রিতিমত বাঙালী জাতির জন্য হুমকির সম্মখিন। এরা মজিবীও আদর্শকে বুকে ধারন না করে শুধুমাত্র বব্যবসার মূলধন হিসেবেই দেখছে।এরা আমাদের সেই ৭১ রের চিন্তা ও চেতনাকে কুলশিত করে ফেলছে। এভাবে যদি চলতে থাকে তবে সমাজে হানাহানির সৃষ্টি করতে যথেষ্ট
©somewhere in net ltd.