নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অশান্ত বাশিওলা

raselabe

তাই মনে হয় আমি বড় স্বার্থপর।

raselabe › বিস্তারিত পোস্টঃ

হরিপদ করে যাচ্ছে ভাল থাকার অভিনয়

১৪ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৭

নিজেকে আজকে হরিপদের মত সাদামাটা মনে হচ্ছে। আজ কাল আমরা সবাই হরিপদের মত জীবন যাপন করতে করতে এতটাই নিরুপাই যে কিছুই আর বুঝতে পারি না। কোথায় কোন দলের মারামারি বা হানাহানি চলছে। চলছে তার আবার চুলচের বিশ্লেষণ, আর সেই বিশ্লেষণ করছে আমাদের দেশের সব বড় বড় মাথাওয়ালা ব্যাক্তি। কেউ খুজ নিচ্ছেনা আমার মত হরিপদের যে
সারা জীবন দেশের কাথা সমাজের কথা। হবিপদ হল এদেশের সাধারন জনগন যারা শুধুই দেশের বুঝা বয়ে চলছে। চলছে জঞ্জাল আর সকল কাজের বুঝা। যারা একদিন কর্মবিরতি করলে
সারাদেশের সচল চাকা অচল হয়ে পরবে। বলছি দেশের কৃষকশ্রেণী, শ্রমিক,মুচি, তাতী, আরও আপনাদের জানা অজানা সবার কথা। যারা শুধু এই দেশের ক্ষুদ্র ক্ষুদ্র কাজে জরিত। বলছি সেই সব মুক্তি যুদ্ধাদের সন্তান সন্ততি, যার বাবা যুদ্ধে এক পা বা এক হাত হারায়ে ছিল। আর সেই সময় তার সংসারের বুঝা ঘারে নিয়েছিল। কিন্তু তারা পড়ালেখা তো দুরের
কথা দুবেলা দুমুঠো খাবার পায়নি। তারা হয়তো আজ আমাদের সমাজে ডাইনোসরগোষ্ঠীর অন্তর্ভুক্তি লাভ করেছে। আর যারা টিকে আছে তারা সুবিধে ভোগ করছে। কিন্তু আমি তো
এক কৃষকের সন্তান যার বাবা যুদ্ধে যায়নি কিন্তু মুক্তিযুদ্ধাদের খাবারের ব্যবস্থা ঠিকিই করেছিল। শক্তি যূগিয়েছিল মুক্তিযুদ্ধের। তুলে দিয়েছিল শক্তির উতস। কিন্তু আজ সেই কৃষকের সন্তানরা দেশের কোন কোঠায় পড়ে না। সেই সন্তানেরা আজও কি শুধু
সবার খাদ্যের ব্যবস্থাই করে যাবে নাকি ,,,,,,,,,,,,,,,,,
সারা জীবন ভাল থাকার অভিনয় করেই যাবে এই হরিপদের দল????? প্রতিনিয়ত ভালো থাকার অভিনয়ে ক্রমেই বাড়ছে তাদের দক্ষতা, কুশল বিনিময়ের উত্তরে অবলীলায় বলতে পারে
"আমি ভালো আছি,আপনি?" চারদিকে যখন ভাঙনের প্রচন্ড শব্দ
ভাঙছে বিশ্বাস, ভাঙছে হৃদয়,ভেঙে যাচ্ছে কৃষক বাবার স্বপ্ন
নির্বিকার তখনো এই হরিপদ বলে"ভালো আছি" চারদিকে যখন মৃত্যুর শীতলতা বিবেকের মৃত্যু, সত্যের মৃত্যু, রং ছড়ানো ইচ্ছেদের মৃত্যু অস্পৃশ্য তখনো বলেই চলেছি "ভালো
আছি" চারদিকে যখন শুধু অন্ধকার মিথ্যের অন্ধকার, কলুষতার অন্ধকার, চোখ ধাঁধানো আলোতেও অন্ধকার
অবিচল দেশের মাথা তখনো হরিপদ বলে,"ভালো আছি" স্নেহমাখা জিজ্ঞাসু মায়ের চোখের দিকে তাকিয়ে বলে ,"ভালো আছি।"ভালোবাসা ভরা ছোট্ট বোনের জিজ্ঞাসু চোখের দিকে তাকিয়ে বলে,"ভালো আছি।" বিশ্বাসে ভরা জিজ্ঞাসু চোখের
দিকে তাকিয়ে বলে "ভালো আছি।" মধ্যরাতে আয়নার সামনে দাঁড়াই, নিজের জিজ্ঞাসু দৃষ্টির উত্তরেও মুচকি হেসে নিজেই নিজেকে জিগ্যাসু ভরা দৃষ্টিতে প্রশ্ন ছুরে দেয় "আমি কি ভালো আছি !!!!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.