![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ছোট দেশ বিশ্বের মাঝেতে
মোর আছে বহু নেতা নেই কোনো কাজেতে।
শুধু এক কাম আছে নেতাদের আচ্ছা
জনতার হক মেরে সুখি বাল বাচ্চা।
উঠে তারা মঞ্চে জনতার সামনে
নই ধনী তাই বলে কাজ হবে কেমনে।
এসপার ওসপার নেই তারা কোনো পার
শুধু এক পার আছে লুণ্ঠন বারবার।
আসে যদি বন্যা আমারই ভিতরে
দানের বেশি টাকা মেরে দেয় ইতরে।
হ্যান করে ত্যান করে লেকচার মঞ্চে
ভোটে জিতে পিঠে মারে চটাচট কঞ্চে।
ডুবে খাল বাড়িঘর আরো যত রাস্তা
এই ফাঁকে টাকা মেরে নেতা করে নাস্তা।
আমারই সন্তান তারা নাকি মূর্খ
তাই নেই উন্নতি এই নিয়ে তর্ক।
আমি গরিব তারা বলে গলা ছেড়ে ভাষণে
জনতার হক মেরে বসে থেকে আসনে।
আমারই শিক্ষক শিক্ষার নামেতে
ছাত্রের টাকা মেরে লেগে পড়ে কামেতে।
পরীক্ষার ফিস নেয় বেশি বেশি আচ্ছা
সেই টাকা দিয়ে কিনে শার্টপ্যান্ট লাচ্ছা।
চেয়ারম্যান ভোট চায় আমারই বাড়িতে
ভোটে জিতে টাকা মেরে জমা করে হাড়িতে।
পরিষদে আসে যদি সরকারী মালটা
সব কিছু নিয়ে তারা মুখে দেয় গালটা।
ধান, গম, চাল যত পানি খাওয়া নলকূপ
আমাকেই দোষী করে বলে তারা বেয়াকুব।
আইনের নামে চলে পুলিশের কর্ম
আমি হই পঙ্গু টিকে নাতো ধর্ম।
দোষীরা পায় ছাড়া নির্দোষ খাটে জেল
তাই যত দুঃখ বন্ধ খাওয়া খেল।
রাগে তাই আনি আমি বছরেতে বন্যা
সেইখানে ডুবে যেন দোষীদের কন্যা।
আমি এক অপরূপা ইতিহাস বলে যে
বিশ্বের কত জ্ঞানী রাখে মোরে নলেজে।
সবুজ মাঠে ঢাকা সোনালী ধানের ক্ষেত
সব ধর্মের লোকে হেথা হয় সমবেত।
নদীনালা গাছপালা হাওড় বাওড় কত
বয়ে চলে অবিরাম মায়ের মায়ার মত।
সবুজ ধানের ডগা কেঁপে উঠে বাতাসে
চাষীদের জীবনটা তবু কাটে হতাশে।
আমি এক ধনবতী আছে মোর কত খনি
গরিব চুষে দেখ করে সবে মহাজনী।
আম, জাম কাঁঠালের বাগানটা বুকেতে
শিশির ভেজা ঘাসে ভোর হয় সুখেতে।
সুখ সুখ কত সুখ পায় নাকো দুখীরা
দুখীদের জলে চুবে হাসে দেখ সুখীরা।
আর এক চিন্তা খেলে মোর মাথাতে
মিলে নাকো যোগটা হিসাবের খাতাতে।
চাষীরা চাষ করে হয় নাকো ধনী আর
মহাজন ধনী হয় মাল বেচে মুনাফার।
আমলারা কামলাকে তুলে সদা ঘানিতে
ঘুষখোর ঘুষ খেয়ে ফেলে মোরে পানিতে।
সরকারী প্রতিষ্ঠান ঘুষে সব একাকার
পুলিশেরা চুপ থাকে ভান করে না দেখার।
আমারই ছাত্র শিখে তারা শিক্ষা
শিক্ষিত হয়ে তারা করে শুধু ভিক্ষা।
বইয়ে যা পড়ে তারা কাজে করে অন্য
আমি পাই ফার্স্ট ক্লাশ হই নাকো ধন্য।
আমি এক ছোট দেশ বিশ্বের মাঝেতে
মোর আছে ছাত্র নেই কানো কাজেতে।
শুধু এক কাম আছে ক্যাম্পাসে গ্যাঞ্জাম
রাজনীতি শিখে তারা মেরে খায় আম জাম।
বুক জুড়ে হয় মোর কত শত রাস্তা
ঠিকাদার টাকা মেরে লোড করে বস্তা।
শিক্ষা বোর্ডেতে গেলে কোনো কাজেতে
ঘুষ ছাড়া নাই কাজ বাড়ি ফেরা সাঁঝেতে।
বিদ্যুৎ অফিসে নিতে গেলে সংযোগ
ঘুষঘাস না দিলে তুলে শত অভিযোগ।
ঘুষ দিলে হয় হুঁশ আমারই ভিতরে
আমি হই নষ্ট সুখে থাকে ইতরে।
আমি এক ছোট দেশ বিশ্বের মাঝেতে
মোর আছে অফিসার নেই কোনো কাজেতে।
শুধু এক কাম আছে ঘুষ খাওয়া বারবার
পঁচাকামে ফাস্ট হই পরিশেষে পাঁচবার।
শিক্ষক হতে হলে দেয় তারা মোটা ঘুষ
ছাত্ররা মরে সদা বেঁচে গেলে মোটা হুঁশ।
আমারই বুক জুড়ে আছে বহু আদালত
সেথা চলে দুর্নীতি গরিবের খেজালত।
দুর্নীতি হয় তবু প্রশাসন থাকে চুপ
নেতাগুলো তাজা হয় আমি হই বেয়াকুব।
আমি এক ছোট দেশ বিশ্বের মাঝেতে
মোর আছে প্রশাসন নেই কোনো কাজেতে।
শুধু এক কাম আছে গরিবের ঠকানো
ঘুষ খেয়ে বসে থেকে হাতে মোচ পাকানো।
বেদনাতে বুক ফাটে পারি নাকো বলতে
পিছিয়েছি বহুদূরে বিশ্বেতে চলতে।
আমি আজ পানিতে পড়ে গেছি ঘাণিতে
আমারই বাছাদের ব্রেন হবে শাণিতে।
দিবো আমি বাছাদের দূর করে ভ্রান্তি
দোষীদের মেরে ফেলে পাব আমি শান্তি।
আমি এক ছোট দেশ বিশ্বের মাঝেতে
যারা মোরে ভালোবাসো লেগে পড়ো কাজেতে।
©somewhere in net ltd.