![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালো মানুষ কোথায় তোরা ?
রাসেল আহমেদ মাসুম
ভালো মানুষ কোথায় তোরা ? ভালো মানুষ কোথায় !
সভ্যতা আজ ডুকরে কাঁদে তোদের নিরবতাই ।
শোষণ -শাসন -ত্রাসন সবে নেই জীবনের দাম
গরিব থেকে হচেছ গরিব ঝরাই যারা ঘাম ।
লুটেপুটে খাচেছ যারা তারাই সবার উচেচ
তাদের থাবাই আম জনতা মরণ সনে ঝুচেছ ।
ভালো মানুষ কোথায় তোরা ? ভালো মানুষ কোথায় !
আম জনতা মাঝ দরিয়াই তোদের নিরবতাই ।
দুর্নীতি ঘুষ প্রকাসসে সব নাইক বিবেক শরম
সন্ত্রাসীদের কূটনীতিতে হচ্ছে বাজার গরম ।
ভালো মানুষ কোথায় তোরা ? ভালো মানুষ কোথায় !
আর কতদিন চালবে জুলুম তোদের নিরবতাই ।
©somewhere in net ltd.