![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুদ্ধি বেচাঁ বুদ্ধিজীবী
রাসেল আহমেদ মাসুম
বুদ্ধি বেচাঁ বুুদ্ধিজীবী বুদ্ধি বেচেঁ খায়
মুখে মুখে করে দেশ উদ্ধার, বাস্তবে কিছু নাই ।
যেন তেন বলে, হেন তেন লিখে বের করে কত বই
টকশোতে বকে আবল তাবল মুখে ফুটে শুধু খই্।
দিনে দিনে দেশ পিছে চলে যায়
বুদ্ধিজীবীর সাড়া কোথা নাই,
পত্রিকা জুড়ে ফালতু কলাম
খুঁজে পেতে যেন রাজনীতি ঠাই,
মানবতা চাই, মারে চিতকার
আসলে তাদের মানবতা নাই।
দিন দুপুরে খুন হয় লোক, দেশ জুড়ে চলে ঘুষ
"মাল" কামানোই ব্যস্ত তারা সেই দিকে নাই হুঁশ্।
কৌশলে তারা করে প্রহসন, দেশ ও জাতির সাথে
তাদের পাপে, মরে মায়ে-বাপে দেশ কাঁপে সংঘাতে।
বুদ্ধি বেচাঁ বুদ্ধজীবী বুদ্ধি বেচেঁ খায়
তাদের মতো ভন্ড মানুষ কোনো সমাজে নাই।
©somewhere in net ltd.