![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ হিসেবে তারা আজ দেওলিয়ার পথে
বিকারগ্রস্ত মনুষ্যত্ব পাগলা গারদে শৃঙ্খলাবদ্ধ,
সত্য বই এর পাতায় লিপিব্ধ, মিথ্যাই যেন বাস্তব, অশুদ্ধই শুদ্ধ
ক্ষমতা মানুষের পরিচয়, উচ্চতার মোড়কে অর্থের অভিনয়,
খায়েশের কাছে মানুষ কিছু নয়।
নিজের স্বার্থ কায়েম হলেই হাড়ে লাগে হাওয়া
মনুষ্যত্বের খোলা জানালায় চলে পশুদের আসা-যাওয়া,
মনুষ্যত্ব পাগলা গারদে বেঁচে আছে কোনো মতে
মানুষ হিসেবে তারা তাই ,দেওলিয়ার পথে।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৫ বিকাল ৪:৩৯
বাংলার জমিদার রিফাত বলেছেন: manush ek ajob prani