![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাসেল আহমেদ মাসুম
ঘরের দরজাটি হয়ত বা হলো চিরতরে বন্ধ
মনের দরজাটি খোলা রাখতে তো মানা নেই
খোলা রেখে দেখ ঠিক ,মনে হবে আমাকেই।
আমার ছোট্ট ঘরে নাই বা থাকলো একুরিয়ামে
সাগরের ডোরা কাটা মাছ,
নাই বা থাকলো খাটের উপরে ফোমের বিছানা।
হয়ত বা থাকবে উঠনের কোণে
ঘাসে জড়া গোলাপের গাছ,
থাকলো না হয় সুপরির খাটে
বাংলার শীতল পাটি।
শরীরে আমার নাই বা থাকলো বিদেশী আতর
আমার ছোট্ট ঘরে নাই বা থাকলো পানির মটর,
গাঁয়ের দীঘিতে কাটব না হয় আদিম সাঁতার।
তুমি খুব করে জানো, মাটির গন্ধ দেয় মোরে নাড়া
তোমাকে দেবার মতো মোর কিছু নেই
ভালবাসা ছাড়া।
©somewhere in net ltd.